Thank you for trying Sticky AMP!!

গৃহবন্দী ক্রিস গেইল করছেন কী

খেলা না থাকলেও ফিটনেসের কাজ চালিয়ে যাচ্ছেন ক্রিস গেইল।

করোনাভাইরাসের সময় ক্রিস গেইল কী করছেন? খেলাহীন সময়টা কীভাবে কাটাচ্ছেন ক্যারিবীয় ব্যাটসম্যান? ভক্তদের এমন প্রশ্নের জবাব দিতেই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি।

কালো কাপড় গায়ে জড়িয়ে, মুখে মাস্ক আর মাথায় হুডি দিয়ে নিজের বাড়ির জিমনেশিয়ামেই শারীরিক কসরত চালানোর ভিডিওটাই তিনি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঘরে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’

সব ঠিক থাকলে হয়তো এ সময় নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগে রানের বন্যা বইয়ে দিতেন গেইল। নেপালের টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার কথা ছিল মার্চের ১৪ তারিখ থেকে।

করোনাভাইরাসের কারণে অন্য আর সব দেশের মতোই নেপালে সব ধরনের ক্রীড়া কার্যক্রম এখন। পিছিয়ে গেছে আইপিএলও। নেপালে কিছু ম্যাচ খেলে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার কথা ছিল এই ছক্কাবাজের। আন্তর্জাতিক ক্রিকেটও থমকে গেছে। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করা ছাড়া আর উপায় কী! ওটা তো ঠিক রাখতে হবে।