Thank you for trying Sticky AMP!!

গোলাপি টেস্টে আরেক ভাবনা 'গোধূলি'

গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। এমনিতেই শঙ্কার শেষ নেই। ফ্লাড লাইটের আলোতে বল বাড়তি সুইং করবে কিনা, নভেম্বরের সন্ধ্যার শিশিরে বল ধরতে স্পিনারদের কেমন নাকাল হতে হবে। কিন্তু সবকিছু ছাপিয়ে নতুন ভাবনা, শঙ্কা এখন গোধূলি বেলা। সন্ধ্যা নামার ঠিক আগে দিয়ে যে পরিবেশ তাতে নাকি গোলাপি বলটা কমলা রঙের হয়ে চোখে লাগে। বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিজেও কিছুটা চিন্তিত এই সময়টা নিয়ে। আজ কলকাতায় সংবাদমাধ্যমকে সেটি জানালেনও।

গোধূলি বেলাটা দিবারাত্রির টেস্টে বড় চ্যালেঞ্জের বিষয় বলেই মনে করেন সাবেক কিউই অধিনায়ক,‘গোলাপি বল সাধারণ দিনের বেলা স্বাভাবিক আচরণই করে। কিন্তু মূল চ্যালেঞ্জ হবে কৃত্রিম আলোয় এই বলে খেলা। সূর্যাস্তটা এখানে বেশ দ্রুত হয়। আমার মনে হয় ঠিক সময়টাই গোলাপি বলের ভিন্ন আচরণ বোঝা যাবে। গোধূলির সময়টাতেই এটা বেশি হবে।’

গোধূঁলির সময়টা বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে দেখা দেবে দিবারাত্রির টেস্টে। ফাইল ছবি, এএফপি

গোলাপি বল একটা রহস্যই হয়ে থাকছে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। যদিও ২০১৩ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে গোলাপি বল ব্যবহৃত হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের অবশ্য গোলাপি বলে প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।
এদিকে গোধূলি বেলায় গোলাপি বলে খেলাটাকে চ্যালেঞ্জ ভাবছেন ভারতীয় ক্রিকেটাররাও। দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও সেটিই বললেন, ‘কন্ডিশন অনুযায়ী গোধূলির সময়টা চ্যালেঞ্জিং। বিশেষ করে বল দেখা বা ধরার ব্যাপারে। তবে আমাদের মানিয়ে নিতে হবে।’