Thank you for trying Sticky AMP!!

ঘর থেকে কাজ করার নীতিতে যাচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের দাপ্তরিক কার্যক্রম সীমাবদ্ধ করছে। প্রথম আলো ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দাপ্তরিক কার্যক্রম সীমাবদ্ধ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফিসে না এসে দূর থেকে অর্থাৎ নিজ নিজ বাসা থেকে কর্মীদের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

করোনাভাইরাসের সংক্রমণে মহামারি রূপ নেওয়া কোভিড-১৯ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের নিয়ে স্বল্প পরিসরে আজ বিশেষ সেমিনার আয়োজন করে বিসিবি। মূল আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চন্দন কুমার রায়।

সেমিনার শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন জানান, করোনার সংক্রমণ থেকে দূরে থাকতে তাঁরা বোর্ডের দাপ্তরিক কার্যক্রম কমিয়ে আনছেন, ‘প্রতিটি বিভাগের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলা হয়েছে। (কর্মকর্তা-কর্মচারী) সবাইকে বোর্ডের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা-সংক্রান্ত যে কাজগুলো থাকবে, সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব আমরা। জরুরি-গুরুত্বপূর্ণ কাজ ছাড়া যেন উপস্থিত না হতে হয়।’

বিসিবির সিদ্ধান্তটা আগামীকাল থেকেই কার্যকর হবে। বিসিবি যেহেতু আইসিসি ও এসিসির সদস্য, দুই আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও যেন কোনো যোগাযোগবিভ্রাট না হয় সেটিতেও সতর্ক থাকছে বিসিবি, ‘আমরা চেষ্টা করব দূর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। আমাদের কারও যদি অফিসে এসে কাজ করতে হয় সে ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এভাবেই আপাতত আমরা অফিসে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছি।’

বাসা থেকে কাজ করার নির্দেশনা দিলেও এই সময় যেকোনো ধরনের ছুটিছাটা নিরুৎসাহিত করা হয়েছে বিসিবির কর্মীদের।