Thank you for trying Sticky AMP!!

ঘুরে দাঁড়িয়ে জিতল বাংলাদেশের যুবারা

ফাইল ছবি।

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকা ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বৃষ্টি–বাধায় থেমে যায় ২২১ রানে। ছোট হওয়া ম্যাচে পুরো ৩৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের জন্য ম্যাচের দৈর্ঘ্য ছোট হলেও লক্ষ্যটা রয়ে যায় প্রায় একই। ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১৮ রানে। তবে ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

১১ রানের মাথায় ওপেনার তানজিদ হাসানকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয়কে নিয়ে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুর ধাক্কা সামাল দেন ভালোভাবেই। ইমন আউট হন ব্যক্তিগত ৫১ রানে। ইমনের আগেই অবশ্য জয় সাজঘরে ফেরেন দলীয় ৫৬ রানের মাথায়। দলের ১১৭ রানের মাথায় ইমন (১১৭/৩) সাজঘরে ফিরলে ফটাফট আরও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ (১২০/৫)। শেষদিকে আকবর আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় যুবারা। অধিনায়ক আকবর আলী অপরাজিত থাকেন ৪৯ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন ইমন।

টস হেরে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শরীফুল ইসলাম। ভারতের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জুরেল।
এ জয়ে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।