Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামকে দুঃসংবাদ দিলেন মাহমুদউল্লাহ

আবার চোটে পড়েছেন মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো
>ঢাকা প্লাটুনের বিপক্ষে কাল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক

বিপিএলে কাল কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তার আগে অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে দুঃসংবাদই পেল চট্টগ্রাম। কাল ঢাকা প্লাটুনের বিপক্ষে দারুণ এক ইনিংস খেললেও চোটে পড়েছেন তিনি। পুরোনো হ্যামস্ট্রিংয়ের চোটটা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ম্যাচ শেষে নিজেই চোটের কথা জানিয়েছিলেন চট্টগ্রাম অধিনায়ক। আজ দলটির ম্যানেজার ফাহিম মুনতাসির জানালেন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে মাহমুদউল্লাহকে। এরপর এমআরআই করা হবে কি না, তা দলের ফিজিওরা ঠিক করবেন।

অর্থাৎ বিপিএলের চট্টগ্রাম-পর্বে মাহমুদউল্লাহকে সম্ভবত আর দেখা যাচ্ছে না। পরশু চট্টগ্রামে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে চ্যালেঞ্জার্স। এরপর ২৭ ডিসেম্বর ঢাকা-পর্বে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে চট্টগ্রাম। মাহমুদউল্লাহর চোট নিয়ে আজ প্রথম আলোকে চট্টগ্রামের টিম ম্যানেজার ফাহিম মুনতাসির বলেন, ‘মাহমুদউল্লাহ ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে (অবজারভেশন) আছেন। তারপর এমআরআই করা হবে কি না তা ফিজিওরা ঠিক করবেন। তবে ওর কোনো ব্যথা নেই।’

পর্যবেক্ষণ শেষে মাহমুদউল্লাহর পায়ে এমআরআই করার দরকার পড়লে করা হবে। অর্থাৎ চট্টগ্রাম অধিনায়ক কালকের ম্যাচে যে খেলতে পারছেন না তা নিশ্চিত। এরপর খেলার মতো ফিটনেসে থাকবেন কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। এই হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বিপিএলে চট্টগ্রামের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। এর মধ্যে একটি জিতেছে চট্টগ্রাম। মাহমুদউল্লাহ ফেরার পর তিন ম্যাচ জিতেছিল চট্টগ্রাম। এর মধ্যে কাল সবশেষ ম্যাচে ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ।