Thank you for trying Sticky AMP!!

চার বলে দুইবার আউট কোহলি!

>অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে আজ প্যাট কামিন্সের বলে আউট হন বিরাট কোহলি। টেস্টে এ নিয়ে কামিন্সের চারটি ডেলিভারির মুখোমুখি হয়ে দুইবার আউট হলেন কোহলি
কামিন্সের বলে আউট হওয়ার পর কোহলি। ছবি: এএফপি

ড্যারিল কালিনান যেমন শেন ওয়ার্নের, মাইকেল আর্থারটনও তেমনি গ্লেন ম্যাকগ্রার। বলা হচ্ছে ‘বানি’দের কথা। ওয়ার্নকে বেশির ভাগ সময়ই উইকেট দিয়েছেন কালিনান। আর্থারটনও তেমনি ম্যাকগ্রাকে। টেস্টে যা রেকর্ড—ম্যাকগ্রার বিপক্ষে ১৭ ম্যাচে আর্থারটন আউট হয়েছেন ১৯বার! প্যাট কামিন্স আর বিরাট কোহলিকে নিয়ে কথাটা বলার সময় এখনো আসেনি। তবে এটুকু বলা যায়, কামিন্সের ‘বানি’ হওয়ার পথে রয়েছেন কোহলি।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বিরাট কোহলির দল। টপ অর্ডার ব্যর্থ, এমনকি কোহলিও। মাত্র ৩ রান করে প্যাট কামিন্সের বলে উসমান খাজাকে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। টেস্ট ক্রিকেটে কোহলির বিপক্ষে এ পর্যন্ত চার বল করে দুইবারই তাঁকে আউট করেছেন কামিন্স।

কোহলিকে এর আগে একবারই বল করেছেন কামিন্স। গত বছর রাঁচি টেস্টে। সেই ম্যাচে প্রথম বলেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার। আজ ১১তম ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। স্ট্রাইকে ছিলেন কোহলি। প্রথম দুটি বল খেলার পর তৃতীয় বলে ড্রাইভ করতে গিয়ে গালিতে খাজার দুর্দান্ত ক্যাচে পরিণত হন কোহলি। অস্ট্রেলিয়া দলে শুধু নাথান লায়নই কোহলিকে পাঁচবার আউট করেছেন। তবে কামিন্স যে গতিতে এগোচ্ছেন তাতে লায়ন পেছনে পড়তে পারেন দ্রুতই।