Thank you for trying Sticky AMP!!

ছবিতে দুই যুগ আগের গৌরবের সেই স্মৃতি

দেখতে দেখতে পেরিয়ে গেল দুই যুগ। বাংলাদেশের ক্রিকেটের অনন্য সেই গৌরব, আইসিসি ট্রফি জিতে ২৪ বছর আগে বাংলাদেশের ক্রিকেটকে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আকরাম খান, মিনহাজুল আবেদীন, আমিনুল ইসলামরা। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে আগেই বিশ্বকাপের টিকিট পাওয়া বাংলাদেশ ১৯৯৭ সালের ১৩ এপ্রিল আইসিসি ট্রফি জিতে অবসান ঘটিয়েছিল দীর্ঘ প্রতীক্ষার। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠটি যেকোনো বিচারেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা আবেগের জায়গায় স্থান পেয়ে গেছে। ২৪ বছর আগে সে মাঠেই বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটের গতিপ্রকৃতি। কাকতালীয়ভাবে বর্ষবরণের আনন্দে মেতে ওঠার আগের বিকেলেই সেদিন বাংলাদেশের মানুষ মেতে উঠেছিল প্রাপ্তির গৌরবে। আজ আবারও তেমনই এক বিকেলে ২৪ বছর আগের সেই গৌরবের স্মৃতিতে চোখ রাখলে মন্দ হয় না...
দীর্ঘ প্রতীক্ষার শেষ হলো। বাংলাদেশ নিজের করে নিল আইসিসি ট্রফি জয়ের গৌরব। মালয়েশিয়ার রাজার কাছ থেকে আইসিসি ট্রফি নিলেন অধিনায়ক আকরাম খান
সে গৌরবের উল্লাস যেন বাঁধ মানছিল না।
কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠ যেন এদেশের ক্রিকেটের এক পীঠস্থান।
মালয়েশিয়ার রাজার সঙ্গে পরিচিত হচ্ছেন আকরাম খান। পাশে ম্যানেজার গাজী আশরাফ হোসেন ও কোচ গর্ডন গ্রিনিজ।
আহা কী আনন্দ আকাশে–বাতাসে।
ছবিটা আরও আগের। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারানোর পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন খালেদ মাসুদ।
ফাইনাল শেষে প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গে আকরাম খান।
দর্শকদের সঙ্গে খালেদ মাসুদ , নাঈমুর রহমান ও সানোয়ার হোসেন।
মাঠের দর্শকদের সঙ্গে উল্লাসে শামিল খালেদ মাসুদ।
১৪ এপ্রিল, ১৯৯৭, আইসিসি ট্রফি জিতে দেশে ফিরে এল বাংলাদেশ। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার নিচ্ছেন অধিনায়ক আকরাম খান।