Thank you for trying Sticky AMP!!

জিম্বাবুয়ের 'সাকিবে'র অভাব টের পাচ্ছেন টেলর

আজ বিকেলে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে দল। ছবি: শামসুল হক
>টেস্টে জিম্বাবুয়ের ‘সাকিব’ শন উইলিয়ামসকে পাচ্ছেন না ব্রেন্ডন টেলররা

শন উইলিয়ামস কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ইনিংসে করেছেন ১০৭ ও অপরাজিত ৫৩। কিন্তু বাংলাদেশ সফরে তাঁকে ছাড়াই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এ সিরিজে থাকছেন না জিম্বাবুয়ে অলরাউন্ডার। উইলিয়ামসের বদলি হিসেবে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন ক্রেগ আরভিন। চোটের জন্য আরও দুই অভিজ্ঞ কাইল জারভিস ও তেন্দা চাতারা থাকছেন না ঢাকা টেস্টের দলে।

তবে আজ বিকেলে দেশে পা রেখে উইলিয়ামসের শূন্যতা সবচেয়ে বেশি অনুভব করলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি বলেন, ‘শন আসলে আমাদের সাকিব। ব্যাটিং অলরাউন্ডার। রান করে, ভালো বাঁহাতি স্পিন বল করে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলল। আমরা তাকে মিস করব। তবে আশার কথা ওয়ানডেতে সে ফিরবে। আবার একই সঙ্গে বলতে চাই তার না থাকা তরুণদের জন্য সুযোগ।’

জিম্বাবুয়ের ‘সাকিব’ উইলিয়ামস নেই। বাংলাদেশও পাচ্ছে না সাকিবকে। আইসিসির নিষেধাজ্ঞার জন্য এক বছর ধরে খেলার বাইরে এই অলরাউন্ডার। সাকিববিহীন বাংলাদেশ দলকেও মনে হচ্ছে বেশ ছন্নছাড়া। সে সুযোগটাই হয়তো নিতে মুখিয়ে সফরকারী জিম্বাবুয়ে।

টেলর বলছিলেন, ‘সাকিব না থাকায় ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় তাদের (বাংলাদেশ) একটা ঘাটতি আছে। আবার অনেক অভিজ্ঞরাও আছে। তামিম ফিরেছে, মুশফিক আছে। তবে আমাদের জন্য ভালো সুযোগ। আমরা জার্ভিসকে পাচ্ছি না। কিন্তু কিছু তরুণ নিয়ে এসেছি, যারা সামর্থ্যের প্রমাণ দিতে তৈরি।’