Thank you for trying Sticky AMP!!

জয়ের পথে ৭০ ভাগ এগিয়ে গেছে আফগানিস্তান

চট্টগ্রাম টেস্ট জয়ের পথে আফগানিস্তান। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম টেস্ট কোন দিকে যাচ্ছে? আফগানিস্তান আত্মবিশ্বাসী কণ্ঠেই জানালেন, বাংলাদেশের বিপক্ষে জয় দেখছে তারা


চট্টগ্রাম টেস্টের প্রথম দুটি দিন হাসিমুখে শেষ করেছে আফগানিস্তান। আজও তার ব্যতিক্রম হয়নি। আফগানরা চওড়া হাসি নিয়েই মাঠ ছেড়েছে। তিন দিনের পারফরম্যান্স বিশ্লেষণ করলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে পিছিয়ে আছে। আফগানরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছে এই টেস্ট জেতার কাজে ৭০ শতাংশ এগিয়ে গেছে তারা।

তৃতীয় দিনে অসাধারণ ব্যাটিং করেছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। দলকে ভালো লিড এনে দিয়েছে তাঁর ৮৭ রানের ইনিংসটা। এই জাদরান কদিন আগে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন। ভালো খেলেছেন। চট্টগ্রামেই ৫০ ওভারের ম্যাচে তাঁর সেঞ্চুরি আছে। সেটি তাঁকে সহায়তা করেছে আজ ভালো খেলতে। ভালো আসলে পুরো আফগানিস্তান দলই খেলেছে। জাদরান তাই জানালেন, তাঁদের চোখে এখন জয় ছাড়া আর কিছুই নেই, ‘আমরা ম্যাচটা জেতার পথে ৭০ শতাংশ এগিয়ে গেছি।’

কাল আফগানিস্তানের লক্ষ্য থাকবে লিডটা আরও বড় করা। যেটি চলে যাবে একেবারেই বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। যদিও যা হয়েছে, সেটিও মন্দ নয়। জাদরান বলছেন, ‘আমাদের লক্ষ্য ৪০০-এর বেশি লিড। সেটি পেতে এখনো ৩০-৪০ রানের ঘাটতি আছে। তখন এই লক্ষ্যটা পেরোনো বাংলাদেশের জন্য সহজ হবে না।’

আফগানিস্তান আত্মবিশ্বাসী চতুর্থ ইনিংসে সাকিবদের দ্রুত গুটিয়ে দিতে পারবেন। কারও এ নিয়ে সন্দেহ যেন না থাকে সেটা নিশ্চিত করতে জাদরান মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করেছে ৭১ ওভারের মতো।