Thank you for trying Sticky AMP!!

টি-টোয়েন্টি এশিয়া কাপে মহসিনদের লক্ষ্য শিরোপা

বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। সংগৃহীত ছবি
>হুইলচেয়ার টি–টোয়েন্টি এশিয়া কাপ খেলতে আগামীকাল নেপাল রওনা হবে বাংলাদেশ দল।

১৫ মে নেপালে শুরু হতে যাচ্ছে হুইলচেয়ার টি–টোয়েন্টি এশিয়া কাপ। টুর্নামেন্টে স্বাগতিক নেপালের সঙ্গে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এর আগে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম বড় টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

চার জাতির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মহসিন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নেপাল যাচ্ছি। আশা করি, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে পারব।’ অধিনায়ক এই আত্মবিশ্বাসের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘ভারতের সঙ্গে আমাদের জয়ের অভিজ্ঞতা আছে। নেপালের বিপক্ষে হেরেছিলাম দ্রুতগতির হুইলচেয়ারের অভাবে। এখন আমাদের হুইলচেয়ার দ্রুতগতির। নেপালকে হারাতে পারব আশা করি। পাকিস্তানের চেয়ে আমরা এগিয়ে।’ এর আগে ১৫টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে বাংলাদেশ আটটি ম্যাচে জিতেছে।

আগামীকাল সকালে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে হুইলচেয়ার ক্রিকেট দল। টুর্নামেন্ট উপলক্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটির মাঠে পাঁচ দিন অনুশীলন করেছে বাংলাদেশ। খেলা হবে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বাংলাদেশ দল: মো. মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মো. মিঠু, লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খন্দকার মইনউদ্দিন, আসিফ হোসেন অপু, রিপন উদ্দিন, রাজন হোসেন, মহিদুল ইসলাম, মো. মোরশেদ ইসলাম, মো. রামিম শেখ, জাবেদ আহমদ ও স্বপন দেওয়ান।

বাংলাদেশের ম্যাচগুলো: ১৫ মে প্রতিপক্ষ পাকিস্তান, ১৬ মে নেপাল, ১৭ মে ভারত।