Thank you for trying Sticky AMP!!

টেন্ডুলকারকে আউট করে কী পেয়েছিলেন ওঝা

টেন্ডুলকারকে আউট করার স্মৃতি এখনো আনন্দ দেয় ওঝাকে। ছবি: টুইটার

নিয়ন্ত্রিত বোলিং আর উইকেট তুলে নেওয়ার ক্ষমতা ভারত দলে জায়গা করে দিয়েছিল প্রজ্ঞান ওঝাকে। আইপিএলে নিয়মিত পারফরম্যান্সই নির্বাচকদের নজরে এনে দিয়েছিল তাঁকে। সেই আইপিএল নিয়েই এক মজার গল্প শোনালেন ওঝা। শুধু শচীন টেন্ডুলকারকে আউট করেই নাকি ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছ থেকে পেয়েছিলেন উপহার।

২০০৯ আইপিএলে হায়দরাবাদের দল ডেকান চার্জার্সের হয়ে খেলতেন ওঝা। সেবার অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে আইপিএল জয় করেছিল দলটি। আগের মৌসুমে সবার শেষে থাকা দলের এমন উন্নয়নে ভূমিকা ছিল ওঝার। সে সুখস্মৃতি রোমন্থন করতে গিয়ে কিংসমিডে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এক ম্যাচের কথা জানালেন ওঝা।

ডারবানের সে ম্যাচে ২১ রানে ৩ উইকেট পেয়েছিলেন ওঝা। উইজডেনের সঙ্গে কথোপকথনে সে ম্যাচের স্মৃতি জানালেন ওঝা, 'মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ম্যাচের ঠিক আগের দিন আমাদের মালিক দেখা করতে এলেন। দক্ষিণ আফ্রিকায় আমি যেভাবে বল করছিলাম, তা নিয়ে কথা বললেন। উনি হায়দরাবাদের (ওঝার রঞ্জি দল), হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা দলেরও মালিক। ছোটবেলা থেকে আমাকে চিনতেন। উনি এসে বললেন, “প্রজ্ঞান, যদি শচীন টেন্ডুলকারের উইকেট পাও, তোমাকে বিশেষ উপহার দেব।”’

বিশেষ উপহারে খুব একটা আস্থা পাননি ওঝা। তাই নিজেই নিশ্চিত করে নিয়েছেন কী উপহার পেতে পারেন, ‘আমি যে ঘড়ি ভালোবাসি সেটা জানতেন। আমি বললাম, “আমি তাঁর উইকেট পেলে ঘড়ি দিয়ো, আমার ঘড়ি দরকার একটা।” পরদিন আমি শচীন ভাইয়ের উইকেট পেলাম আর তিনিও ঘড়ি দিলেন।’

সে ম্যাচে শিখর ধাওয়ান ও জেপি ডুমিনিরও উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ওঝা, ‘এটা বিশেষ অনুভূতি। শচীন ভাইয়ের মতো একজনের উইকেট পাওয়ার স্বপ্ন সব বোলার দেখে। ভালো লাগে, বিশ্ব ক্রিকেট শাসন করছে—এমন কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ভালো আপনি।’