Thank you for trying Sticky AMP!!

টেন্ডুলকারকে আজ পেছনে ফেলতে পারবেন রোহিত?

বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে আছেন রোহিত শর্মা। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সেমিফাইনালে তিনটি রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা


ম্যানচেস্টারে আজ ভারতের কোন ব্যাটসম্যানকে সবার আগে ফেরাতে চাইবে নিউজিল্যান্ড? অবশ্যই রোহিত শর্মা। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেই আছেন ভারতের ‘হিটম্যান’। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের বাইরে কিংবা নিরপেক্ষে ভেন্যুতে রোহিতের পরিসংখ্যান অতটা ভালো না। ১২ ইনিংসে ৩৩–এর নিচের ব্যাটিং গড়, স্ট্রাইকরেট ৬৯। কোনো সেঞ্চুরি নেই।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের অবশ্য স্বস্তি পাওয়ার সুযোগ নেই। কারণ রোহিতের অবিশ্বাস্য বিশ্বকাপ-ফর্ম। বিশ্বকাপে এবার এক সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত। রানেও আছেন সবার ওপরে। এমন ব্যাটসম্যানকে সমীহ না করাই তো বোকামি। আজও কি তাহলে চওড়া হয়ে উঠবে রোহিতের ব্যাট? সেটি সময়ই বলে দেবে। তবে ভারতীয় এ ওপেনারকে কিন্তু হাতছানি দিয়ে ডাকছে দারুণ তিনটি রেকর্ড। এমন রেকর্ড, যা গড়ার সুযোগ সব সময় মেলে না।

বিশ্বকাপে এক সংস্করণে সর্বোচ্চ রানের রেকর্ড শচীন টেন্ডুলকারের। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে মোট ৬৭৩ রান করেছিলেন ভারতের এ কিংবদন্তি। রোহিত আজ ন্যূনতম ২৭ রান করলেই টপকে যাবেন টেন্ডুলকারের রেকর্ড। এ পর্যন্ত ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ৬৪৭ রান। আর এ পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলে ৬টি সেঞ্চুরি করেছেন রোহিত, বিশ্বকাপের ইতিহাসে যা টেন্ডুলকারের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সেঞ্চুরি করলেই রেকর্ডটি একার করে নেবেন রোহিত। অবশ্য আজ না পেলেও সমস্যা নেই। ভারত ফাইনালে উঠতে পারলে এ বিশ্বকাপেই সুযোগটা থাকবে।

ক্রিকেট বিশ্বকাপে নতুন এক মাইলফলক গড়ার সুযোগও পাচ্ছেন রোহিত। বিশ্বকাপের এক সংস্করণে ৭০০ রানের মাইলফলক। আর মাত্র ৫৩ রান করলেই মাইলফলকটি গড়বেন ভারতের এ ওপেনার।