Thank you for trying Sticky AMP!!

টেস্টের দ্বিতীয় দিনে পজিটিভ হলে কি করবেন?

ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ছবি: টুইটার

ফুটবল মাঠে ফিরেছে। কিছুদিন আগে শুরু হয়েছে বুন্দেসলিগা। ক্রিকেটও ফিরি ফিরি করছে। মাঠে নামার আগে ও পরে কীভাবে চলছে করোনাভাইরাস এড়িয়ে চলা যাবে, সে নির্দেশিকা তৈরি করেছে আইসিসি। খেলোয়াড়দের তা মেনে চলতে হবে। 

মোটামুটি সব মিলিয়ে ‌'জীবাণুমুক্ত' পরিবেশে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা হচ্ছে। এরপরও করোনায় সংক্রমিত হওয়ার ভয়টা থেকেই যায়। ‌'জীবাণুমুক্ত' পরিবেশে ক্রিকেট ফেরানোর যে আলোচনা চলছে তা অবাস্তব বলে মনে করছেন রাহুল দ্রাবিড়। এর ভিত্তিতেই একটি প্রশ্ন করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান।
জীবাণুমুক্ত পরিবেশে খেলা ফেরানো নিয়ে বেশি সরব ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সামনে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে ইংল্যান্ডের। করোনা মহামারি কাটুক বা না কাটুক, এ দুটো সিরিজ ‌'বায়ো সিকিউর' পরিবেশে আয়োজনের কথা ভাবছে ইসিবি।


‌'যুবা' নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ‌'দ্য ওয়াল'কে। দ্রাবিড় এর মধ্যে বাস্তবসম্মত কিছু দেখছন না, ‌'ইসিবি যা নিয়ে বলছে, সেটি এ পর্যায়ে কিছুটা অবাস্তব। হ্যাঁ, ইসিবি এটা নিয়ে ভাববেই। কারণ এ দুটো সিরিজ ছাড়া তাদের সামনে আর কোনো ক্রিকেট নেই।'


দ্রাবিড় ব্যাখ্যা করেন, ‌'ধরে নিন তারা এমন একটা আবহ তৈরি করতে সমর্থ হলো। এরপরও যে পরিমাণ লোকজন এর সঙ্গে সংশ্লিষ্ট আর ভ্রমণের ব্যাপারও আছে, সব মিলিয়ে এটা অসম্ভব।' শুধু ইংল্যান্ড নয়, দক্ষিণ আফ্রিকাও বলেছে, একইভাবে তারা ভারত সফর করতে পারে।


দ্রাবিড়ের প্রশ্ন, ‌'জীবাণুমুক্ত পরিবেশের আবহ তৈরি হলো, পরীক্ষাও হলো, খেলোয়ােড়েরা কোয়ারেন্টিনেও থাকল, এরপর টেস্টের দ্বিতীয় দিনে গিয়ে যদি কেউ পজিটিভ হয়, তখন কী ঘটবে? নিয়ম বলছে, জনস্বাস্থ্য কেন্দ্রের লোকেরা এসে সবাইকে কোয়ারেন্টিনে পাঠাবে।'


ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান দ্রাবিড় অন্য একটি পথ দেখালেন, ‌'জনস্বাস্থ্য ও সরকারের সঙ্গে আলোচনা করে পথ বের করতে হবে। খেলোয়াড় পজিটিভ হলেও টুর্নামেন্ট যেন বাতিল না হয় এমন কিছু।' সাবেক ব্যাটসম্যানের বিশ্বাস ক্রিকেটাররা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা পথ ঠিকই বের করে ফেলবেন, ‌'পেশাদার হিসেবে মানিয়ে নিতেই হবে। পারফরম্যান্সে যেন প্রভাব না পড়ে। একবার মাঠে নামার পর ঠিকই হয়ে যাবে।'