Thank you for trying Sticky AMP!!

ডিপিএলের পয়েন্ট টেবিলের কী অবস্থা?

কাল বৃষ্টিতে কপাল পুড়েছে ব্রাদার্সের। ছবি: প্রথম আলো
>প্রিমিয়ার লিগের লিগ পর্বের খেলা আর একটাই ম্যাচ বাকি। এরপর সুপার লিগ। কী চেহারা দাঁড়াল পয়েন্ট টেবিলের? পরের রাউন্ডে যাচ্ছে কোন ছয়টি দল?

গত মৌসুমে সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান। ঢাকাই ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়নরা এবার কি পারবে শেষ ছয়ে জায়গা করে নিতে? প্রশ্নটার উত্তর মিলবে ১১ এপ্রিল প্রথম পর্বের শেষ দিনে মোহামেডান-বিকেএসপি ম্যাচের পর। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রাইম ব্যাংককে বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগে খেলার স্বপ্ন বাঁচিয়েছে মোহামেডান, পেয়েছে পঞ্চম জয়। ব্রাদার্স আছে অবনমনের শঙ্কায়। কাল ফতুল্লায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলাঘরের কাছে হেরে রেলিগেশন লিগ খেলাটা প্রায় নিশ্চিত হয়ে গেছে ব্রাদার্সের।

ফতুল্লায় আর একটি বল আগে বৃষ্টি এলেই পয়েন্ট ভাগাভাগি করতে হতো ব্রাদার্স ও খেলাঘরকে। ব্রাদার্সের দুর্ভাগ্য, খেলা থামল খেলাঘরের ইনিংসের ২০তম ওভার শেষ হতেই। ডাকওয়ার্থ-লুইসের হিসাবনিকাশ করতে এতটুকুই যথেষ্ট ছিল। যে হিসাবে ১২ রানে এগিয়ে থেকে খেলাঘর পেয়েছে তৃতীয় জয়। তাতেই ব্রাদার্সকে টপকে গেছে খেলাঘর।

ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯ পয়েন্ট টেবিল

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

নেট রান

রূপগঞ্জ

১০

১৮

০.৬২

আবাহনী

১০

১৬

০.৬৯৩

প্রাইম ব্যাংক

১০

১৪

০.৪৮৯

প্রাইম দোলেশ্বর

১০

১৪

০.১৮৪

মোহামেডান

১০

১০

০.৩২২

গাজী

১০

১০

-০.০০৬

শেখ জামাল

১০

১০

-০.০৮৬

শাইনপুকুর

১০

০.২৪১

খেলাঘর

১০

-০.৩৯৬

বিকেএসপি

১০

-০.৭২২

ব্রাদার্স

১০

-০.১১৩

উত্তরা

১০

-১.০৭৩