Thank you for trying Sticky AMP!!

'তামিম জানে সে কী ভুল করছে'

নিল ম্যাকেঞ্জি জানিয়ে দিলেন তামিমের ব্যাটিংয়ের ধরন দলের পরিকল্পনার অংশ ছিল না। ছবি: বিসিবি
তামিম ইকবালের মন্থর ব্যাটিং দলের পরিকল্পনার অংশ নয়, জানিয়েছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।


ভালো ব্যাটিং উইকেট। অনভিজ্ঞ বোলিং আক্রমণ। তবু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তামিম ইকবাল যেন খাঁচায় বন্দী হয়েই রইলেন। মন্থর ব্যাটিংয়ে ৪৩ বলে ২৪ রান করে আউট হন। ব্যাটিং পাওয়ার প্লেতে বেশ কিছু সহজ বাউন্ডারি মারার সুযোগ হাতছাড়া করেছেন এ ওপেনার। কিন্তু শেষ পর্যন্ত আউট হন তরুণ অলরাউন্ডার ওয়েসলি মাধেভারের অফ স্পিনে।

সময় নিয়ে ব্যাটিং করেও ইনিংস লম্বা করতে না পারায় তামিমকে আরেকবার কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিপিএলের সময়ও তামিম ব্যাট করেছেন ধীরে চলো নীতি মেনে। তখন ঢাকা প্লাটুন দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, তামিমের মন্থর ব্যাটিং দলের পরিকল্পনারই অংশ। জাতীয় দলেও একই ধাঁচের ব্যাটিং করায় আজ দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে পড়তে হলো প্রশ্নের মুখে।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলনের আগে ম্যাকেঞ্জি বলেছেন, ‘সে জানে তার কী করতে হবে। আমরা এখানে স্কুলমাস্টার নই। আমরা কাউকে বলি না কী করতে হবে। আমরা মন্তব্য করি, নিজেদের চিন্তাভাবনা জানাই ও কৌশলগত জ্ঞান দিই। সেটা মাঠে প্রয়োগ করা পুরোটাই ক্রিকেটারদের ওপর। আর আমরা তরুণ কাউকে নিয়ে কথা বলছি না। আমরা অভিজ্ঞ একজনকে নিয়ে কথা বলছি। বিশ্বাস করুন, তামিম জানে সে কী ভুল করছে। আমি, আপনি—সবার আগে সে–ই জানে।’

ম্যাকেঞ্জি একদিকে ছাত্রকে সমালোচনার তির–ধনুক থেকে বাঁচানোর চেষ্টা করেন। আরেক দিন ব্যাটিং পাওয়ারপ্লেতে তামিমকে আরেকটু হাত খুলে খেলার পরামর্শও দিয়েছেন। বল ও রানের পার্থক্যটা কমিয়ে আনতে আর দু-একটি বাউন্ডারি বেশি মারতে বললেন ব্যাটিং কোচ, ‘সে নিজের উইকেটের মূল্য বোঝে। এটাই তাকে সফল ক্রিকেটারে পরিণত করেছে। হয়তো এক-দুই বল ওকে একটু হালকা হয়ে খেলতে হবে। সে যদি দু-একটি বাউন্ডারি মারতে পারে, তাহলেই আপনারা সবাই ওর পিছু ছাড়বেন।’