Thank you for trying Sticky AMP!!

তামিমের ব্যাটিংকেই প্রাপ্তি বলছেন মাহমুদউল্লাহ

তামিমের দুটি ইনিংসকেই পাকিস্তান সিরিজের প্রাপ্তি বলছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: এএফপি

নিল ম্যাকেঞ্জির চাওয়া আপাতত পাকিস্তানে পূরণ হচ্ছে না। কাল বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক বলেছিলেন, তামিম ইকবাল ধীরে ধীরে রানে ফেরায় তৃপ্ত তিনি। এবার একটু আগ্রাসী তামিমকে দেখতে চান। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাকেঞ্জির ইচ্ছা পূরণ করার চেষ্টা দেখাতে পারেননি তামিম। অবশ্য এতেও সমস্যা হয়নি। সংক্ষিপ্ত সিরিজ থেকে প্রাপ্তি খুঁজতে গিয়ে তামিমের ব্যাটিংই পছন্দ হয়েছে মাহমুদউল্লাহর। 

গত বিপিএলে খেলার ধরনে চমকই জাগিয়েছেন তামিম। এক প্রান্ত ধরে খেলছেন, অন্য দিকের ব্যাটসম্যানরা নিচ্ছেন দ্রুত রান তোলার দায়িত্ব। জাতীয় দলে এসে পাকিস্তান সিরিজেও সেটাই করেছেন এই ওপেনার। প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান তুলেছেন। পরের ম্যাচে রান তোলার গতি বেড়েছে। ৫৩ বলের ইনিংসে ৬৫ রান করে আউট হয়েছেন। রান তোলার এ গতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ বলছেন উইকেটের ধরন অনুযায়ী ঠিকই করেছেন তামিম।

আজ সিরিজের শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহও বলেছেন তামিমের ব্যাটিংয়ে বেশ সন্তুষ্ট দল, ‘এ সিরিজ থেকে প্রাপ্তি খুব কম। প্রাপ্তির কথা বলতে গেলে তামিমের ব্যাটিংয়ের কথাই বলব। উইকেটের যে আচরণ ছিল সেটা বুঝেই ব্যাট করেছে সে, অভিজ্ঞতা ব্যবহার করেছে। কিন্তু দল হিসেবে আমাদের ব্যাটিং ইউনিট ভালো করেনি। উইকেট অতটা ব্যাটিং সহায়ক ছিল না। কিন্তু আমাদের সে ক্ষমতা আছে যাতে আমরা আরেকটু ভালো করতে পারতাম।’

এ সিরিজে বোলারদের পারফরম্যান্সে নেতিবাচক কিছু দেখেননি মাহমুদউল্লাহ। বোলারদের কথা বলতে গিয়েও তাঁর মুখে ব্যাটিংয়ে ভালো না করার আফসোস, ‘বোলিংয়ে আমাদের বোলাররা ভালো কাজ করেছে। প্রথম ম্যাচে বোলাররা ভালো বল করেছে। দ্বিতীয় ম্যাচে আমরা হয়তো বড় সংগ্রহ করতে পারিনি বলে হয়তো তেমন হয়নি। কিন্তু আমার মনে টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিংটা আরও ভালো হতে হবে।’

টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ গভীর রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল।