Thank you for trying Sticky AMP!!

তামিম কেন খেলছেন না?

কার্ডিফের প্রস্তুতিম্যাচে খেলছেন না তামিম ইকবাল।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। দলের সঙ্গে ফিল্ডিংয়ে নামেননি তামিম ইকবাল। কেন?

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেই তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচে এমনিতেই ১৫ জনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যায়। তবে আজ বাংলাদেশ ও ভারত দুই দলই খেলছে ১৪ জনকে নিয়ে। তামিম যেমন বাংলাদেশের পক্ষে মাঠে নেই, ভারতের পক্ষে খেলছেন না কেদার যাদবও।

তামিমের না খেলার কারণ হালকা চোট। গতকাল অনুশীলনের সময় কোমরের নিচে হালকা ব্যথা পেয়েছিলেন। চাইলে খেলতে পারতেন। কিন্তু বাড়তি সতর্কতার কারণে তিনি খেলছেন না। তিন দিন পরই ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রস্তুতি ম্যাচে বাড়তি ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। ব্যথাও নাকি খুব বেশি নয়। স্ক্যান-ট্যান করার দরকারই পড়েনি। তামিম ইচ্ছা করলে ব্যাটিংয়েও নামতে পারেন বলে জানিয়েছেন দলের সঙ্গে এই মুহূর্তে কার্ডিফে থাকা অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।
এই মুহূর্তে টসে জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।