Thank you for trying Sticky AMP!!

তোমাদের মতো ভাগ্যবান নই আমরা, ব্রেট লিকে রোহিত

ফ্ল্যাট-বন্দী জীবনের একটা সমস্যার কথা বললেন রোহিত শর্মা। ফাইল ছবি

লকডাউনের এই দুঃসময়ে খেলা ছেড়ে অনেক দূরে ক্রিকেটারেরা। আছেন ঘরবন্দী। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে আর কবে মাঠে ফিরতে পারবেন খেলোয়াড়েরা, তা জানা নেই কারও। 

এই বন্দী জীবনে অনেকেই ফিটনেস ধরে রাখার জন্য অনুশীলন করছেন বাড়িতে। তবে একটু বড়সড় জায়গায় অনুশীলন করা কিংবা ইনডোরে খেলার প্রশ্নই ওঠে না ক্রিকেটারদের। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটারদের জন্য এই কাজটা বেশ কঠিনই হয়ে গেছে। আর এই কারণেই কিনা ভারতীয় ওপেনার রোহিত শর্মা ব্রেট লিকে ভাগ্যবান বলছেন। বাস্তবতা হচ্ছে, অস্ট্রেলিয়ানদের মতো অনেক জায়গা নিয়ে বাড়ি নেই তাঁদের। ফ্ল্যাটের মধ্যে সেভাবে ক্রিকেট খেলার সুযোগ মিলছে না রোহিতের।
স্টার স্পোর্টস ক্রিকেট কানেক্টেড শোয়ে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির কাছে তাই খানিকটা আফসোসের সুরে বললেন রোহিত,'আমি যদি যথেষ্ট জায়গা পেতাম তাহলে ইনডোর ক্রিকেট খেলতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে মুম্বাইয়ে জায়গা খুব অল্প। এবং এমন অ্যাপার্টমেন্টেই আটকে থাকতে হয় আমাদের। আমরা অবশ্য তোমাদের মতো অতটা ভাগ্যবান না যে নিজেদের বাড়ির উঠোনে খেলতে পারি।'
অবশ্য তাই বলে একেবারে হাত পাও গুটিয়ে বসে নেই এই মারকুটে ব্যাটসম্যান। নিজের ব্যালকনিতে আপাতত অনুশীলনটা সারছেন, 'মুম্বাইয়ে নিজের একটা উঠোন থাকবে, এমন বাড়ি পাওয়া খুবই ব্যয়বহুল ব্যাপার। আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি এবং খুবই ভাগ্যবান যে এখানে ছোট হলেও একটা ব্যালকনি আছে। আমি সেখানে নিয়মিত দৌড়াচ্ছি এবং আমার ট্রেনারের দেওয়া কিছু নির্দেশনা পালন করছি। অল্পের মধ্যেই যা পারছি করার চেষ্টা করছি।'
রোহিত আশাবাদী খুব দ্রুতই করোনাভাইরাসের শঙ্কা থেকে মুক্ত হবে বিশ্ব। এরপর সবকিছু খুলে দেওয়া হবে। আগের মতোই পৃথিবীটা ফিরবে ছন্দে, ' আশা করি অচিরেই খুলে যাবে জিম এবং সেখানে যেতে পারব আমরা।'