Thank you for trying Sticky AMP!!

দিল্লিতে বায়ুদূষণের মধ্যেই খেলতে হবে বাংলাদেশকে

দুই বছর আগে দিল্লি টেস্টে বায়ুদূষণের কারণে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিল বিসিসিআই। ছবি: এএফপি
দিল্লিতে বায়ুদূষণের মাত্রা খুব বাজে হলেও ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। বিসিসিআইয়ের এক সূত্র মারফত খবরটি নিশ্চিত করেছে তারা

দিল্লির বায়ুদূষণ নিয়ে শঙ্কা নতুন কিছু না। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এরই মধ্যে দিল্লির বাতাসকে ‘খুব খারাপ’ হিসেবে চিহ্নিত করেছে। দিল্লিতেই আগামী রোববার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু দিল্লির প্রকট বায় দূষণ শঙ্কা সৃষ্টি করেছিল এ ম্যাচ ঘিরে। তবে বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বায়ুদূষণের পরও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি হয়ে যাবে।

ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এ নিয়ে বিসিসিআইয়ে এক সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। তাদের সঙ্গে আলোচনা করে ৩ নভেম্বর খেলার ছাড়পত্র পাওয়ার পর ভেন্যু হিসেবে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে।’ কিন্তু মাঠে বায়ুদূষণের কারণে পরিস্থিতি খারাপ হলে সামলানোর ব্যবস্থা কী? এ প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের সেই সূত্র বলেছেন, ‘এখন সবকিছু চূড়ান্ত হয়ে গেছে তাই পরিকল্পনা পাল্টানোর সুযোগ নেই।’

দীপাবলির সকাল থেকেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বাতাস ব্যবস্থাপনা ও আবহাওয়া গবেষণা (এসএএফএআর) প্রতিষ্ঠানের মতে দিল্লির বাতাসের অবস্থা ‘খুবই বাজে।’ একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, যা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে।

দুই বছর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় চলছিল ভারত-শ্রীলঙ্কা টেস্ট। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই লঙ্কান খেলোয়াড়েরা মুখ ঢাকেন ‘মাস্কে’। দিল্লির বায়ুদূষণ নাকি সেদিন অসহনীয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে। পুরো ব্যাপারটি অসম্ভব বিব্রতকর অবস্থায় ঠেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।