Thank you for trying Sticky AMP!!

দেখা মিলল 'বোলার' মুশফিকের

বোলিং করছেন মুশফিকুর রহিম। ছবি: ইউটিউব
>‘অচেনা’ এক মুশফিকুর রহিমের দেখা মিলল কাল কক্সবাজারে। বিসিএলের ম্যাচে টানা তিন ওভার বোলিং করেছেন উত্তরাঞ্চল ব্যাটসম্যান

বলুন তো, মুশফিকুর রহিম কী ধরনের বোলার?

উত্তরটা যদি আপনার না জানা থাকে কবে হীনম্মন্যতায় ভোগার কিছু নেই! নেটের বাইরে বাংলাদেশের সাবেক অধিনায়ককে কজনই বা বোলিং করতে দেখেছেন। সেই মুশফিক আজ কক্সবাজারে দেখালেন তিনি অফ স্পিন করেন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে হাত ঘোরালেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। সেটিও টানা তিন ওভার। মাঠে উপস্থিত হাতে গোনা কিছু দর্শক ও ইউটিউবে বিসিবি লাইভ চ্যানেলে হাজার দুয়েক দর্শক মুশফিককে বোলিং করতে দেখলেন। ছয় বছর পর কোনো ম্যাচে বোলিংয়ে এলেন মুশফিক।

প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র তৃতীয়বার বোলিং করলেন মুশফিক। তিনবারই প্রথম শ্রেণির ক্রিকেটে ও বিসিবি উত্তরাঞ্চলের হয়ে বিসিএলে। ২০১৩ সালে মধ্যাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে উইকেটও পেয়েছিলেন মুশফিক। নুরুল হাসান এলবিডব্লু হয়েছিলেন মুশফিকের বলে। প্রতিযোগিতা মূলক ক্রিকেটে মুশফিকের ওই একটিই উইকেট।

পরের মৌসুমে পূর্বাঞ্চলের বিপক্ষে ২ ওভার বোলিং করার পর কালই প্রথম দেখা মিলল বোলার মুশফিকের। মুশফিকদের উত্তরাঞ্চল কাল দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়ে পূর্বাঞ্চলকে ২১১ রানের লক্ষ্য দেয়। লক্ষ্য ছুঁতে ৩৪.৩ ওভার হাতে পায় পূর্ব।

পূর্বাঞ্চল ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তোলার পর ১৯তম ওভারে বল হাতে নেন মুশফিক। ওই ওভারে ৬ রান দেওয়ার পর পরের দুই ওভারে ৭ ও ৪ রান দেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয়বার বোলিং করতে এসে ৩ ওভারে ১৭ রান দিলেন মুশফিক।