Thank you for trying Sticky AMP!!

দ. আফ্রিকার পাকিস্তান না যাওয়ার কারণ 'নিরাপত্তা' নয়

পাকিস্তান সফরে না গিয়ে খেলোয়াড়দের বিশ্রাম দেবে ক্রিকেট সাউথ আফ্রিকা। ফাইল ছবি, এএফপি
>

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়া নিরাপত্তার কারণে নয়, জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকা 

শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট দলের পর দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরের কথা ছিল। মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি নিয়ে অধীর ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু প্রোটিয়ারা যে পাকিস্তান আসছে না, সেটি জানা গেছে এরই মধ্যে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পাকিস্তান না আসার কারণটা ‘নিরাপত্তাজনিত’ নয়। ক্রিকেট সূচির অতিরিক্ত চাপ থেকে খেলোয়াড়দের রেহাই দিতে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এ সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ আফ্রিকা এ মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে। ওয়ানডের পর এখন চলছে টি-টোয়েন্টি সিরিজ। এরপর অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফর করবে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে। এরপর ভারত গিয়ে ওয়ানডে খেলতে হবে ফ্যাফ ডু প্লেসি-ডি ককদের। এর মধ্যে পাকিস্তান সফরটা খেলোয়াড়দের জন্য একটু চাপই হয়ে যায় বলে মনে করেন সিএসএ-কর্তারা।

দক্ষিণ সিএসএর এ সিদ্ধান্ত অবশ্য মেনেই নিচ্ছে পিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘প্রতিটি ক্রিকেট বোর্ডেরই বড় অগ্রাধিকার নিজেদের খেলোয়াড়দের আন্তর্জাতিক সূচির চাপ থেকে রক্ষা করা। আমরা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পাকিস্তান সফরের অপেক্ষায় ছিলাম। কিন্তু তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান করি। তবে আমরা খুশি যে সিএসএ পাকিস্তান সফরের নতুন সূচি যতটা দ্রুত সম্ভব সময়ে ঘোষণা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

সিএসএর প্রধান নির্বাহী জ্যাকুয়েস ফউল বলেছেন, ‘এটা আমরা স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান সফরে না যাউয়ার বিষয়টি নিরাপত্তা ইস্যুতে ন। এটা আমরা পিসিবির নির্বাহী ওয়াসিম খানকে জানিয়েছি। ভবিষ্যতে সুবিধাজনক সময়ে এ সফর আয়োজনের ব্যাপারটি ভালোভাবেই আমাদের মাথায় আছে।’


২০০৭-০৮ মৌসুমে শেষবারের মতো পাকিস্তান সফর করেছিল দক্ষিণ আফ্রিকা।