Thank you for trying Sticky AMP!!

চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সময়টা ভালো যাচ্ছে না তাঁর।

ধোনির খেলা গোলমেলে লাগছে লারার

আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের খেলা তো দেখছেন। মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং-এ কিছু একটা গড়বড় লাগছে কি?

আইপিএলে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে চেন্নাই। এর মধ্যে জয় মাত্র ২টি, হার ৪টি। অধিনায়ক ধোনিকেও দেখা যাচ্ছে নিজের ছায়া হয়ে। ব্যাটসম্যান ধোনির মধ্যে ‘ফিনিশার’ তকমার প্রতিফলন দেখা যাচ্ছে না। কাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটাও হয়ে রইল এর উদাহরণ। ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল চেন্নাই। ১০ ওভার শেষেও জয়ের পথে ছিল ফ্র্যাঞ্চাইজি দলটি। স্কোর তখন ১ উইকেটে ৯০। কিন্তু অম্বতি রাইড়ু আউট হওয়ার পর ধীরে ধীরে কক্ষচ্যুত হয় চেন্নাই। অথচ উইকেটে তখন ছিলেন ধোনি।

৪৭ বলে দরকার ৬৯ রান—এ অবস্থায় চারে ব্যাট করতে নামেন ধোনি। নিচে ব্যাট করার জন্য সমালোচিত হওয়া চেন্নাই অধিনায়ক এদিন নিজেকে একটু ওপরে তুলেও বেশিক্ষণ থাকতে পারেননি। ১২ বলে ১১ রান করে আউট হন তিনি। ধোনি আউট হওয়ার পর ২১ বলে ৩৯ রানের দূরত্বে ছিল চেন্নাই। এখান থেকে তারা ম্যাচটি হেরেছে ১০ রানে। বোঝাই যাচ্ছে, ধোনির খেলা শেষ করে আসার আগের সেই ধার যেমন ভীষণভাবে কমেছে তেমনি চেন্নাইও অধিনায়ক চলে যাওয়ার পর ম্যাচ বের করতে পারছে না। এসব দেখেই মুখ খুলেছেন ব্রায়ান লারা।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি আইপিএলে সম্প্রচারক প্যানেলের সঙ্গে আছেন। ম্যাচ শেষে লারার ব্যাখ্যা, ‘গোলমেলে লাগছে (ধোনি ফিনিশ করতে না পারায়)। সে নিজেই এ জায়গাটা তৈরি করেছে। আমার মনে হয় তার অন্যান্য খেলোয়াড়ের দিকে তাকানো দরকার। কোনো কিছুই ধোনির পক্ষে যাচ্ছে না।’ ম্যাচ পরবর্তী স্টার স্পোর্টসের বিশ্লেষণে এসব কথা বলেন লারা। ডোয়াইন ব্রাভোর প্রসঙ্গ টেনে গড়বড়ের কথাটা বলেন সাবেক এ ব্যাটসম্যান, ‘তারা (চেন্নাই) কয়েকটি ম্যাচ খেলেছে যেখানে ডোয়াইন ব্রাভো ব্যাট করার সুযোগ পায়নি। ১০ ওভারে ৫৮ রান তুলে ১০ উইকেট হারানো—কিছু একটা গড়বড় তো আছেই।’

কালও ব্যাট হাতে ভালো করতে পারেননি ধোনি।

লারা এখানেই থামেননি। তাঁর ব্যাখ্যা, ‘ধোনি অসাধারণ ফিনিশার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো কিছুই তার পক্ষে যাচ্ছে না। জাদেজাকে দেখুন, কেমন ব্যাটিং করল। যখন নেমেছে জয়ের সুযোগ খুব কম ছিল। তাই এসব নিয়ে কাজ করতে হবে। ধারাবাহিক পারফরম্যান্স লাগবে। ১০ ওভার শেষে তারা কিন্তু জয়ের পথেই ছিল। ৯০ রানের মতো উঠেছিল। এটা অবিশ্বাস্য।’

ধোনির নিজেরও হয়তো বিশ্বাস হচ্ছে না।