Thank you for trying Sticky AMP!!

ধোনির শেষ দেখে ফেলেছেন নেহরাও

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে এমএস ধোনি। ছবি: এএফপি

এক বছর হয়ে গেল। নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে টুঁ শব্দও করেননি ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় নির্বাচক কিংবা তাঁর সতীর্থরা, কেউই জানেন না ধোনির মনে কী চলছে। গত বিশ্বকাপের সেমিফাইনালে ধোনিকে সর্বশেষ ভারতের জার্সিতে দেখা গিয়েছিল। এরপর থেকে কোনো ধরনের ক্রিকেট ম্যাচ খেলেননি এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত মার্চে আইপিএলের প্রস্তুতির জন্য অনুশীলনে ফিরতে দেখা গেছে তাঁকে। এরপর করোনাভাইরাসেই তো পাঁচ মাস গেল জলে।

বয়সটা এর মধ্যে ৩৯-এ গড়িয়েছে। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে কি ধোনির জায়গা হবে? হলেও ধোনির আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছে আছে তো? এসব প্রশ্নের জবাব শুধু ধোনিরই জানা। গতকালই ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার ও সাবেক নির্বাচক রজার বিনি বলেছিলেন, ধোনি তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন। প্রায় কাছাকাছি ভাবনা ধোনির এক সময়ের সতীর্থ আশিস নেহরারও। ভারতীয় দলে ধোনির ভবিষ্যৎ দেখছেন না নেহরা। তাঁর মনে হচ্ছে, দেশের জার্সিতে শেষ ম্যাচটা ওই ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপের সেমিফাইনালেই খেলে ফেলেছেন ধোনি।

সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসে নেহরা বলেছেন, ‘ধোনিকে যতটুক জানা আছে আমার, ও এর মধ্যে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছে। ওর এখন কিছুই প্রমাণ করার নেই। অবসরের আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় আমরা এত আলোচনা করছি। তবে একমাত্র ও-ই বলতে পারে ওর মাথায় কী চলছে। আমরা নই।’

গুঞ্জন আছে, আইপিএল পারফরম্যান্স দিয়ে আবার দলে ফেরার পথ পরিস্কার করতে চান ধোনি। কিন্তু নেহরার মত ভিন্ন, ‘ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের সঙ্গে আইপিএল পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই। আপনি যদি কোচ, অধিনায়ক বা নির্বাচক হন, ধোনি খেলতে চাইলে ধোনিই হবে আপনার এক নম্বর পছন্দ। ধোনির মানের ক্রিকেটারের দলে ফিরতে আইপিএলে ভালো করতে হবে এটা আমি মনে করি না। আইপিএল ধোনিকে নির্বাচনের শর্ত হতে পারে না।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ধোনির আন্তর্জাতিক পারফরম্যান্সই নাকি নেহরার কাছে যথেষ্ট, ‘ধোনির সামর্থ্যে কোনো কমতি নেই। ভারতের হয়ে শেষ ম্যাচেও সে দলকে ফাইনালে নেওয়ার জন্য লড়ছিল। যতক্ষণ ক্রিজে ধোনি ছিল, ততক্ষণ ভারত ম্যাচে ছিল। ধোনি রানআউট হতেই ভারতও ম্যাচ থেকে ছিটকে পড়ল। এটাই ওর সামর্থ্যের প্রমাণ রাখে।’