Thank you for trying Sticky AMP!!

নিজের সিদ্ধান্তে অনড় মাশরাফি

>মাশরাফিকে অবসর নিতে বলেছিলেন বোলিং কোচ ওটিস গিবসন। কিন্তু মাশরাফি অনড় তাঁর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে।
মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো

টেস্ট থেকে অঘোষিত বিদায় নিয়েছেন বলা চলে। ২০১৭ সালে ছেড়েছেন টি-টোয়েন্টি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে অবসর নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। কদিন আগেই প্রথম আলোতে সাক্ষাৎকারে জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন মাশরাফিকে অবসর নিতে বলেছেন। মাশরাফিকে দীর্ঘদিনের অভিজ্ঞতা অন্যভাবে তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে বলেছেন গিবসন।

মাশরাফি অবশ্য আগেই অবসর প্রসঙ্গে নিজের অবস্থান পরিস্কার করেছেন। প্রিয় খেলা ক্রিকেট এখনই ছাড়তে চান না। চালিয়ে যেতে চান আরও কিছুদিন। আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান ৩৬ বছর বয়সী মাশরাফি। গিবসনের মন্তব্যের পরও মাশরাফির অবস্থান একই।

প্রথম আলোকে আজ মাশরাফি বলেছেন, 'কোচ-নির্বাচকরা তাঁদের মতো পরিকল্পনা করবেন, এটাই স্বাভাবিক। এখানে আলাদাভাবে কিছু বলার আছে বলে মনে করি না। আমি যেহেতু অবসর নিইনি, আমি আমার চেষ্টা করব। দল নির্বাচন নিয়ে তো আমার কথা বলার অধিকার নেই। সেটা নিয়ে আমি বলতেও চাই না। তাঁরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করব এটাই স্বাভাবিক।'

তবে কোচদের পরিকল্পনাকে সম্মান জানিয়েছেন মাশরাফি। নিজের খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনাও বাস্তবায়নের সব চেষ্টা করবেন তিনি, 'আগেই বলেছি খেলাটা আমি পছন্দ করি। আমি যেভাবে খেলে এসেছিলাম সেভাবেই খেলে যাব। তো এখানেই (আন্তর্জাতিক ক্রিকেট) খেলতে হবে, এখানে না খেলতে পারলে আমি ক্রিকেটই খেলতে পারব না এরকম কিছু না। তাঁদের পরিকল্পনাকে আমি সম্মান জানাই। আমার পরিকল্পনাকেও যথেষ্ট সম্মান করি। চেষ্টা করব নিজের পরিকল্পনা সফল করার।'