Thank you for trying Sticky AMP!!

পাকিস্তান সফরে মুশফিকদের জোর করবে না বিসিবি

বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রথম আলো ফাইল ছবি
পাকিস্তান সফরে যেতে ক্রিকেটারদের জোর করার পক্ষে নন বিসিবি সভাপতি নাজমুল হাসান


পাকিস্তান সিরিজে বাংলাদেশ যাবে কি না, সেটি এখনো জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও চার-পাঁচ দিন সময় নেবেন তাঁরা।

জানুয়ারিতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। সিরিজের সূচিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আছে। এ সফরে বাংলাদেশের যাওয়া না যাওয়া নির্ভর করছে সরকারের ছাড়পত্রের ওপর। পাকিস্তান সফরের সবুজ সংকেত পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানালেন বিসিবি সভাপতি, ‘নিরাপত্তা ইস্যুতে সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমরা ছাড়পত্র পাব কি না। এর আগে আমাদের দুটো দল গিয়েছে। মেয়েদের একটা দল গিয়েছে, ছেলেদের একটা দল গিয়েছে। জাতীয় দলের জন্য ছাড়পত্রটা আমরা এখনো পাইনি। আমরা ধরে নিচ্ছি যে নিরাপত্তা ছাড়পত্র আমরা পাব। যখন আমরা ছাড়পত্র পাব, তখন সিদ্ধান্ত নিতে পারব।’

বিসিবি সভাপতির কথা শুনে মনে হতে পারে বোর্ড পাকিস্তান সফরের ব্যাপারে বেশ ইতিবাচক। কিন্তু ক্রিকেটারদের সবাই কি পাকিস্তানে যেতে আগ্রহী? মুশফিক-মুমিনুলদের অবশ্য জোর করার পক্ষে নন নাজমুল হাসান, ‘ওদের মতামতের ব্যাপার আছে। কে যেতে চায়, কে যেতে চায় না। খেলোয়াড়েরা না যেতে চাইলে যাবে না। এখানে জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। কাউকে জোর করে খেলতে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। বিকল্প দল পাঠাব কি না, সেটা নিয়ে এখনই বলার কিছু নেই। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

যেটাই হোক, পাকিস্তান সফরের সিদ্ধান্ত আগামী চার-পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে বলে মনে করছেন বিসিবি সভাপতি।