Thank you for trying Sticky AMP!!

পান্ডিয়ার ২৯ বলে পুড়ল ইংল্যান্ড

৫ উইকেট নেওয়ার স্মারক হিসেবে বলটা নিয়ে মাঠ ছাড়ছেন পান্ডিয়া। ছবি: এএফপি
>ট্রেন্ট ব্রিজ টেস্টে হার্দিক পান্ডিয়ার আগুনঝরা এক স্পেলে দুমড়ে-মুচড়ে গেছে ইংলিশ ব্যাটিং অর্ডার। প্রথম ইনিংসে ১৬১ রানে অলআউট জো রুটের দল। ২৯ বলের ব্যবধানে ৫ উইকেট নিয়েছেন ভারতের পেসার পান্ডিয়া

মাইকেল হোল্ডিংয়ের কথার তির হার্দিক পান্ডিয়ার বুকে তাহলে ভালোই বিঁধেছে!

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই টেস্টে তেমন ভালো করতে পারেননি হার্দিক পান্ডিয়া। দল তাঁকে অলরাউন্ডার হিসেবে খেলালেও প্রথম দুই টেস্ট মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ৩ উইকেট ও ৯০ রান। পেসার হওয়ায় তাঁর বোলিংয়েরই বেশি সমালোচনা করেছিলেন হোল্ডিং। ক্যারিবিয়ান এই পেস কিংবদন্তির উক্তি, ‘তাঁর বলে তেমন কিছু নেই। ধারাবাহিক নয়। ব্যাটসম্যানকে চাপে ফেলার মতো নিয়ন্ত্রণ নেই।’

বটে! পান্ডিয়ার বলে কী আছে, তা টের পেয়েছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ টেস্টে আজ দ্বিতীয় দিনে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬১ রানে। পান্ডিয়া একাই নিয়েছেন ৫ উইকেট, সেটিও ২৯ বলের এক আগুনঝরা সুইং প্রদর্শনীর স্পেলে!

আজ দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে ৩২৯ রানে গুটিয়ে যাওয়ার পর ভালো শুরু পেয়েছিল ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৫৪ রান তুলে ফেলেছিলেন অ্যালিস্টার কুক ও কিটন জেনিংস। এখান থেকে ১০৭ রান তুলতেই ১০ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এক সেশনের মধ্যে ইংলিশদের এই আশ্চর্য পতনের পেছনে পান্ডিয়ার দুর্দান্ত সুইং প্রদর্শনী। কুককে (২৯) তুলে নিয়ে শুরুটা করেছিলেন ইশান্ত শর্মা। এরপর জেনিংসকে তুলে নেন জসপ্রীত বুমরাহ। ২৫তম ওভারে পাণ্ডিয়াকে বোলিংয়ে আনেন ভারতের অধিনায়ক কোহলি।

নিজের প্রথম বলেই ইংলিশ ব্যাটিংয়ের প্রাণভোমরা জো রুটকে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন পান্ডিয়া। ক্যাচটা নিয়ে সন্দেহ থাকায় টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার। এরপর নিজের পরের দুই ওভারে কোনো উইকেট পাননি এই পেসার। কিন্তু ৩১তম ওভারে হেনেছেন জোড়া আঘাত। জনি বেয়ারস্টোকে দুর্দান্ত প্রথম বলে তুলে নেওয়ার পর শেষ বলে ফিরিয়েছেন ক্রিস ওকসকে। পান্ডিয়ার পরের ওভারেও একই চিত্রনাট্য—জোড়া আঘাত! এবার প্রথম বলে তাঁর শিকার আদিল রশিদ আর চতুর্থ বলে ফিরেছেন স্টুয়ার্ট ব্রড।

মোট ২৯ বলের এক আগুনে স্পেলে ইংলিশ ব্যাটিং অর্ডার দুমড়ে-মুচড়ে দেন পান্ডিয়া। ভারতের হয়ে দ্রুততম সময়ের ব্যবধানে (বল) ৫ উইকেট নেওয়ার রেকর্ড হরভজন সিংয়ের। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টে ‘ভাজ্জি’ ৫ উইকেট নিয়েছেন ২৭ বলের ব্যবধানে। পান্ডিয়া আজ টেস্ট ক্যারিয়ার–সেরা বোলিং করে তালিকাটির দুইয়ে উঠে এলেন।

উইকেটরক্ষকের গ্লাভস হাতে অভিষিক্ত ঋষভ পন্তের ব্যস্ত সময় কেটেছে। ৫টি ক্যাচ নিয়েছেন তিনি। ভারতের হয়ে টেস্ট অভিষেকে উইকেটরক্ষক হিসেবে এটাই সর্বোচ্চসংখ্যক ক্যাচের রেকর্ড। তবে ইংল্যান্ডে ১১ বছরের মধ্যে প্রথম ইনিংসে ভারতের সর্বোচ্চ (১৬৮) রানের লিড নেওয়ার নেপথ্য কারিগর পান্ডিয়াই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর বিনা উইকেটে ১১। হাতে ১০ উইকেট রেখে ইতিমধ্যেই তাদের লিড ১৮১ রান।