Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান

পিএসএলের ‘প্লাটিনাম’ মোস্তাফিজ


একঝাঁক বিদেশি তারকা ক্রিকেটার আসছে পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন। পাকিস্তানের লাহোরে ১০ জানুয়ারির ড্রাফটে তোলা হবে প্লাটিনাম শ্রেণির ২৫ ক্রিকেটারকে।

আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিস গেইল, রশিদ খান, ডেল স্টেইন, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকেই আছেন পিএসএলের প্লাটিনাম শ্রেণিতে।

আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় রশিদ খান থাকবেন পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মূল আগ্রহের কেন্দ্রে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল গত আইপিএলে ভালো করেছেন। এর আগে পিএসএল খেলার অভিজ্ঞতাও আছে গেইলের।

করাচি কিংস ও লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছেন তিনি। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান ডেভিড মালানও আছেন পিএসএল ড্রাফটে। সর্বশেষ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার ক্রিস লিন, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, কার্লোস ব্রাফেট, লেন্ডন সিমন্স, এভিন লুইসের নামও আছে প্লাটিনাম শ্রেণিতে।

দুই দক্ষিণ আফ্রিকান মরনে মরকেল ও রাসি ফন ডার ডুসেন প্রথমবারের মতো পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন। ইমরান তাহির, কলিন ইনগ্রাম, রাইলি রুশো ও ডেল স্টেইনও পিএসএল খেলতে চান।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো বোলিং করেন মোস্তাফিজ

মালানের সঙ্গে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, মঈন আলী, ক্রিস জর্ডান, টম বেনটনের নাম আছে ড্রাফটে। রশিদ ছাড়াও দুই আফগানি মুজিব উর রহমান, মোহাম্মদ নবীকে প্লাটিনাম শ্রেণিতে রাখা হয়েছে।

শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও ইসুরু উদানাও একই শ্রেণিতে আছেন। বাংলাদেশের মোস্তাফিজ ও নেপালের সন্দ্বীপ লামিচানেকে রাখা হয়েছে ড্রাফটে। দুজনই এর আগে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন।

ড্রাফট থেকে দল পেলেও মোস্তাফিজের পিএসএল খেলা হবে কি না, সেটি নির্ভর করছে বিসিবির ওপর।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হলে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর করার কথা। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য মোস্তাফিজ।

করোনা ও জাতীয় দলের সূচির কারণে যে ক্রিকেটার পাওয়া কঠিন হবে, সেটি বুঝতে পারছেন পিএসএল কর্মকর্তারাও। পিএসএলের পরিচালক বাবর হামিদ এ নিয়ে বলেছেন, ‘আমরা এমন তারকাবহুল প্লাটিনাম তালিকা প্রকাশ করতে পেরে খুবই খুশি। আমরা জানি, খুবই কঠিন সময় পার করছি। করোনার কারণে ও আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার কারণে ক্রিকেটার পাওয়া কঠিন। তবু আমরা রোমাঞ্চকর আরেকটি মৌসুমের অপেক্ষায় আছি।’