Thank you for trying Sticky AMP!!

পিন্ডিতে পাকিস্তানি ক্রিকেটারদের অন্য রকম অভিষেক

করুণারত্নেকে ফিরিয়ে শাহিন শাহ আফ্রিদির উল্লাস। ছবি: এএফপি
পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ক্রিকেটারদের কারওরই দেশের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না। আজ রাওয়ালপিন্ডি টেস্টের মাধ্যমে ক্রিকেটের বড় সংস্করণ পাকিস্তানের মাটিতে ফিরেছে। ঘরের মাঠে টেস্ট অভিষেক ঘটেছে ১১ পাকিস্তানি ক্রিকেটারের

রাওয়ালপিন্ডি টেস্ট পাকিস্তানের জন্য এমনিতেই ঐতিহাসিক। এ ম্যাচ দিয়ে ১০ বছর ৯ মাস ৯দিন পর টেস্ট ফিরেছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এর আগে সবশেষ টেস্ট মাঠে গড়িয়েছে ২০০৪ সালে। সেই ভারত-পাকিস্তান টেস্টে শেষ উইকেটটি ছিল দানিশ কানেরিয়ার। নিয়েছিলেন শচীন টেন্ডুলকার। তারপর এ মাঠে কেটে গেছে ৫৭১৭টি টেস্ট উইকেটবিহীন দিন। আজ তাই প্রথম দিনের খেলায় শ্রীলঙ্কা আগে ব্যাটিংয়ে নামার পর একটা গুঞ্জন উঠেছিল, এত দিনের উইকেট খরা কাটাবেন কে?

পাকিস্তানের বোলাররা সাড়া দিতে একটু দেরিই করে ফেলেছিলেন। চার পেসার নিয়েও সকালের সেশনে লঙ্কানদের উইকেট ফেলতে পারেনি স্বাগতিকেরা। তবে প্রথম দিনের খেলা শেষে কোনো দলই খুব বেশি এগিয়ে কিংবা পিছিয়ে নেই। ৫ উইকেটে ২০২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। তবে দৃষ্টিকটু লেগেছে স্বাগতিকদের স্লো ওভাররেট। মাত্র ৬৮.১ ওভার বল করেছেন তারা। অর্থাৎ ২২.৫ ওভারের খেলা হয়নি। শেষ সেশনের বেশির ভাগ সময় ফ্লাডলাইটের আলোতেই খেলা হয়েছে।

মধ্যাহ্নভোজ বিরতির আগে বিনা উইকেটে ৮৯ রান তুলেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও ওশাদা ফার্নান্দো। দ্বিতীয় সেশনে অবশ্য ভালোভাবেই ফিরে আসেন স্বাগতিক বোলাররা। এ সেশনে ৪৮ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারী দল। সর্বোচ্চ ৫৯ রান করা করুণারত্নকে ফেরান শাহীন শাহ আফ্রিদি। এ টেস্টে প্রথম উইকেটটি তাঁর।শেষ সেশনে ১টি উইকেট নিতে পেরেছে পাকিস্তান। অপরাজিত থেকে দিন শেষ করেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নিরোশান ডিকভেলা। আজ ৫টি উইকেটই নিয়েছেন পাকিস্তানের পেসাররা। দলটির সব ক্রিকেটারের ঘরের মাঠে এটাই প্রথম টেস্ট।