Thank you for trying Sticky AMP!!

আইপিএল টিভিতে দর্শক টেনে আনছে প্রতি ম্যাচে।

প্রতি তিনজনের একজন আইপিএল দেখেছেন টিভিতে

আইপিএল যে এবার সবার আগ্রহের কেন্দ্রে থাকবে এটা আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। ইংল্যান্ডে বেশ কয়েকটি টানা সিরিজ দেখা গেলেও সেটা টানা কয়েকমাস আন্তর্জাতিক ক্রিকেট বঞ্চিত দর্শকের তৃপ্তি পুরোপুরি মেটাতে পারেনি। আইপিএলের সুবাদে ক্রিকেটের সব জনপ্রিয় তারকা হাজির হয়েছেন টিভি পর্দায়। আর মানুষও হামলে পড়েছেন আইপিএল দেখতে।

ভারতে টিভি দর্শক সংক্রান্ত সব তথ্য উপাত্তের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিএআরসি (সম্প্রচার দর্শক গবেষণা কাউন্সিল)। এবার যে আইপিএল নিয়ে মানুষের আগ্রহ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে সেটা তারা প্রথম সপ্তাহেই জানিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে চেন্নাই সুপার কিংসের হারিয়ে দেওয়া ভারতের ২০ কোটি মানুষ দেখেছে। আর আইপিএলের প্রথম সপ্তাহে ভারতে টিভি খুলেছেন এমন প্রতি তিনজনের একজন আইপিএল দেখেছে!

টিভি আছে এমন ৪৪ ভাগ বাড়িতেই দেখা হয়েছে আইপিএল। গত মৌসুমের তুলনায় এবার মানুষের খেলা দেখে সময় ব্যয় করার সংখ্যাও বেড়েছে ১৫ ভাগ।

বিএআরসি জানিয়েছে, এবার প্রথম সপ্তাহের দর্শক আগের সব রেকর্ড দুমড়েমুচড়ে দিয়েছে। এবার প্রথম সপ্তাহে আইপিএলের ম্যাচ দেখেছেন ২৬ কোটি ৯০ লাখ মানুষ। যেটা ২০১৯ সালের তুলনায় ম্যাচ প্রতি ১ কোটি ১০ লাখ বেশি! দর্শকের এমন আগ্রহের প্রভাব পড়েছে বিজ্ঞাপনেও। ২০১৯ মৌসুমের তুলনায় বিজ্ঞাপনের পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় এবার ম্যাচ প্রতি টিভি ইম্প্রেশন (কতবার দেখা হচ্ছে) ২১ ভাগ বেড়েছে আইপিএলের ম্যাচে।

এবার গ্যালারিতে যেতে পারছেন না দর্শক, তাই টিভি আর স্ট্রিমিং সাইটই ভরসা।

অথচ গত মৌসুমের তুলনায় এবার প্রথম সপ্তাহে ম্যাচ একটি কম খেলা হয়েছে। আর এবার ভারতে গতবারের তুলনায় বেশ কম চ্যানেলে খেলা দেখা যাচ্ছে।

এবার আইপিএলের সময় টিভি খুলেছেন এমন তিনজন দর্শকের মধ্যে একজন খেলা দেখেছেন। টিভি আছে এমন ৪৪ ভাগ বাড়িতেই দেখা হয়েছে আইপিএল। গত মৌসুমের তুলনায় এবার মানুষের খেলা দেখে সময় ব্যয় করার সংখ্যাও বেড়েছে ১৫ ভাগ।

টিভি ছাড়াও অন্যান্য অনলাইন স্ট্রিমিং মাধ্যমেও আইপিএলের জয়জয়কার। এরই মধ্যে ৩২ ভাগ বেশি দর্শক পাওয়ার কথা বলছে খেলা সম্প্রচারণের সাইট ডিজনি, হটস্টার। খেলা নির্ভর বিভিন্ন অ্যাপ ও ফ্যান্টাসি লিগ ভিত্তিক অ্যাপের ব্যবহার বেড়েছে। দর্শক সংখ্যায় প্রথম ম্যাচটিই ছিল সবচেয়ে এগিয়ে। পরের ছয় ম্যাচেও ৩ কোটি ৪০ লাখ ইম্প্রেশন ছিল।

আইপিএলের কারণে স্মার্ট ফোন ব্যবহারও বেড়েছে। আইপিএলের নানা আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় ভারতে ৮ ভাগ বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। ভিডিও স্ট্রিমিংও ১৩ ভাগ বেড়েছে।