Thank you for trying Sticky AMP!!

ফিটনেস নয়, বিরিয়ানিই বেশি পছন্দ সরফরাজের

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি
>

কিছুদিন আগে পাকিস্তানের ক্রিকেটারদের খাদ্যাভ্যাসের সমালোচনা করেছিলেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ এই সমালোচনার জবাব দিতে গিয়ে বিরিয়ানির পক্ষে সাফাই গাইলেন

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই ওয়ানডেতে অধঃপতন ঘটছে পাকিস্তানের। এ সময় বেশির ভাগ দলের বিপক্ষেই হেরেছে পাকিস্তান। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা। পাকিস্তানের সাবেকেরা তাই চুপ করে নেই। নিয়মিত সমালোচনা করে চলেছেন দল ও খেলোয়াড়দের। ওয়াসিম আকরাম তো এককাঠি সরেস। কিংবদন্তি এই পেসার পাকিস্তানের দলের খেলোয়াড়দের খাদ্যাভ্যাসের সরাসরি সমালোচনা করেছেন। কিন্তু সরফরাজ আহমেদ তা কানে তোলেননি। পাকিস্তান দলের অধিনায়কের কথা শুনলে মনে হবে, ফিটনেস নয়, বিরিয়ানিই তাঁর বেশি পছন্দের!

ভালো পারফর্ম করতে চাই ভালো ফিটনেস। আর ভালো ফিটনেসের জন্য চাই সুষম খাদ্যাভ্যাস। পাকিস্তান দলের ড্রেসিংরুমে খাবারের ব্যাপারে এই অভ্যাসটুকু অনুপস্থিত বলেই মনে করেন সর্বকালের অন্যতম সেরা এই পেসার। খাদ্যাভ্যাস ভালো না হলে চ্যাম্পিয়ন ক্রিকেটার হওয়া যায় না বলে মত আকরামের। ফিটনেস ভালো না হলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়াই করে জেতা সম্ভব না, সেটিও মানেন আকরাম। পাকিস্তান দলের খাবারের ব্যাপারে অভিযোগ আছে কিংবদন্তি এই পেসারের, ‘খেলোয়াড়দের এখনো বিরিয়ানি দেওয়া হয়। আপনি তাঁদের বিরিয়ানি খাইয়ে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ভালো খেলাতে পারবেন না।’

আকরাম কিন্তু কথাটা স্রেফ সিরিজ হারের জন্য বলেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালে পাকিস্তান দলের বেশ কজন খেলোয়াড় ফিটনেস টেস্টে পাস করতে পারেননি। ইয়ো-ইয়ো টেস্টে উমর আকমল, ইমাদ ওয়াসিম, আবিদ আলী, ইয়াসির শাহ ও মোহাম্মদ হাসনাইন অকৃতকার্য হয়েছিলেন। আকরামের মতে, খেলার সময় বিরিয়ানি থেকে দূরে থাকাই উচিত।

তবে সরফরাজ বিরিয়ানির পক্ষেই সাফাই গেয়েছেন, ‘আপনার শরীর যদি নির্দিষ্ট খাবারের সঙ্গে মানিয়ে নেয়, তাহলে সেসব খাবার থেকে দূরে থাকা সত্যিই কঠিন। আমি করাচির বিরিয়ানি পছন্দ করি এবং তার সঙ্গে বিফ কোর্মা ও শেরমল রুটি। বিরিয়ানি যেকোনো ধরনের হতে পারে, তবে মাংসটা ভালো হতে হবে এবং ভেতরে মসলা থাকতে হবে।’
বিরিয়ানি নিয়ে সরফরাজের এই ব্যাখ্যা বিরাট কোহলির মতো ফিটনেস সচেতন খেলোয়াড় শুনলে কী বলবেন কে জানে!