Thank you for trying Sticky AMP!!

বইমেলায় লেখক সাকিব

বাংলাদেশের ক্রীড়াবিদ হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন সাকিব আল হাসান। তিনিই এ দেশের প্রথম ক্রীড়াবিদ, যিনি বিশ্ব পর্যায়েরও বড় তারকা। কিন্তু সাকিবের মধ্যে যে একজন ‘লেখক’ লুকিয়ে ছিল, সেটা কে জানত! খেলার তারকারা খেলা ছাড়ার পর আত্মজীবনী লেখেন, অন্য লেখালেখির সঙ্গে জড়িয়ে পড়েন। কিন্তু সাকিব লেখক হয়ে গেলেন ক্যারিয়ারের মধ্যগগনেই। খেলা কিংবা ক্রিকেট নিয়ে নয়, একেবারেই বাচ্চাদের নিয়ে লিখেছেন তিনি। ‘হালুম’ নামের বইটি নিয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক আজ হাজির হয়েছিলেন অমর একুশে গ্রন্থমেলায়।

মানুষের মধ্যে সাকিব গেলে যা হয়, ভিড়, হইচই—সবই হয়েছে। পুলিশি প্রহরাও নিতে হয়েছে তাঁকে। তবে তিনি পাঠককুলের আবদার মিটিয়েছেন ধৈর্য ধরেই। অটোগ্রাফ দিয়েছেন বইয়ে, ছবিও তুলেছেন। বইমেলায় সাকিবের গল্পটা ক্যামেরায় তুলে ধরেছেন আলোকচিত্রী শুভ্র কান্তি দাশ...

বইমেলার প্রথম সপ্তাহেই উত্তেজনা ছড়িয়ে দিলেন সাকিব আল হাসান
অপেক্ষার প্রহর শেষ হলো পাঠক-দর্শনার্থীদের, দেখা মিলল ‘লেখক’ সাকিবের
সাকিবের লেখা প্রথম বই ‘হালুম’
সাকিব মানেই তো ব্যস্ত ক্যামেরা, তাঁকে পাশে নিয়ে ছবি তোলা
অটোগ্রাফ দেওয়ার মাঝেই সেলফি বিরতি
সাকিবের লেখা বইয়ে, সাকিবের সই। প্রাপ্তির আনন্দ ভাগাভাগি করছেন এক পাঠক