Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশকে না পেলে শ্রীলঙ্কা যা করবে

বাংলাদেশ দল কি যাবে শ্রীলঙ্কা সফরে? ফাইল ছবি

তিন টেস্ট খেলতে বাংলাদেশ কি আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে? উত্তরটা এখনো জানা যায়নি। বিসিবির প্রধান নির্বাহী দুদিন আগে জানিয়েছেন, সফরের সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে জানানো হবে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে না যায়, বিকল্প একটি উপায়ও ভেবে রাখছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

বিকল্প উপায়টা হচ্ছে, শ্রীলঙ্কা চেয়েছিল তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ বা এসএলপিএল আয়োজন করবে আগস্ট-সেপ্টেম্বরে। যেটি তাদের সহায়তা করবে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। যদি বাংলাদেশ নাই যায় শ্রীলঙ্কা সফরে সেক্ষেত্রে এসএলসি পুরোপুরি মনোযোগী হবে এসএলপিএল আয়োজনে।
বাংলাদেশের আগে এ মাসে তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল ভারতের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কোহলিদের এই সফরটা যে হচ্ছে না, সেটি অনেকটাই নিশ্চিত। 'হ্যাঁ-না' করে ঝুলে আছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরটা। এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা স্থানীয় একটি পত্রিকা বলেছেন, 'সফর দুটি খুবই অনিশ্চিত এখন। ভারত সিরিজ বাদ। বাংলাদেশেরটাও ঝুলে আছে পরিস্থিতির কারণে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ভালো না হয় তারা এ বছর আসবে না।'
মোহন জানালেন, নিজেদের দেশের পরিস্থিতি বুঝতে বিসিবি আরও কয়েক সপ্তাহ সময় চেয়েছে এসএলসির কাছে। যদি পরিস্থিতির উন্নতি হয়, তবেই তারা শ্রীলঙ্কায় যাবে। পরিস্থিতির অবনতি ঘটলে যাবে না। মোহন তাই বলছেন, বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় না গেলে সময়টা কাজে লাগাতে শ্রীলঙ্কান ক্রিকেট মনোযোগী হবে এসএলপিএল আয়োজনে, 'বাংলাদেশ সিরিজ যদি না হয়, অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতে হবে। কারণ, ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া খুব চাইছে টুর্নামেন্ট ঠিক সময়ে আয়োজন করতে। টি-টোয়েন্টি বিশ্বকাপটা হওয়ার সম্ভাবনা আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এরই মধ্যে তাদের ক্রিকেট সূচি প্রকাশ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তাই এসএলপিএল আয়োজন করতে চাই।'