Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশকে 'খুব সাধারণ দল' বললেন শোয়েব

শোয়েব আখতার। এএফপি ফাইল ছবি
>টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্সে হতাশ শোয়েব আখতার। বাংলাদেশকে সাধারণ মানের দল বললেন পাকিস্তানের সাবেক এ পেসার

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে কেমন খেলল বাংলাদেশ? প্রথম ম্যাচে ১৪১ তুলে ৫ উইকেটের হার। পরের ম্যাচে ১৩৬ তুলে ৯ উইকেটের হার। পারফরম্যান্স যে গড়পড়তা তা বুঝতে ক্রিকেটবোদ্ধা হওয়ার দরকার নেই। শোয়েব আখতারও সে কথাই বলছেন। পাকিস্তানের পেস কিংবদন্তির কাছে এই বাংলাদেশ অচেনা।

পিটিভি স্পোর্টসের ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে কাল অতিথি হয়ে এসেছিলেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতির বল করা এ পেসারের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ। কাল লাহোরে দ্বিতীয় ম্যাচে দুই দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেন সাবেক দুই ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারের ধরন বাংলাদেশের যেকোনো ক্রিকেটপ্রেমীকেই ভাবিয়ে তুলবে। ব্যাটে-বলে কোথাও প্রতিদ্বন্দ্বিতা গড়তে তুলতে পারেনি মাহমুদউল্লাহর দল।

অথচ তিন মাস আগেও ভারত সফরে গিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শোয়েব-রশিদের আলোচনায় উঠে এসেছে এ প্রসঙ্গও। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে শোয়েব সরাসরিই বলেন, ‘বাংলাদেশকে দেখে খুব সাধারণ দল মনে হয়েছে। এ বাংলাদেশ আমাদের অচেনা। খুব হতাশাজনক।’ কাল লাহোরে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটা বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই। ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলা শোয়েব মনে করেন, ৩-০ ব্যবধানে সিরিজ হার এড়াতে পারবে না বাংলাদেশ।

এ প্রসঙ্গে সিরিজের আগে করা মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে শোয়েবের উক্তি, ‘আগেই বলেছিলাম এ সিরিজে ৩-০ ব্যবধানে জিতবে পাকিস্তান। এটাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ের ধার চোখে পড়ছে না।’

বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে রদবদল নিয়ে কথা বলেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক ভারত সিরিজের উদাহরণ টেনে বলেন, ‘ওদের ব্যাটিং অর্ডার পাল্টেছে। কেউ নিজের জায়গায় খেলছে না। সৌম্য সরকার ভারতে নাঈমের সঙ্গে ভালো করেছিল। কিন্তু এখানে (পাকিস্তানে) সৌম্য নিচে ব্যাট করছে। লিটনও তার জায়গায় ব্যাট করছে না।’ রশিদ লতিফ এরপর মন্তব্য করেন, ‘মুশফিক ও সাকিব না থাকায় হয়তো ওদের ব্যাটিং অদল-বদল হয়েছে।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম দুই ম্যাচে তিনে নেমে যথাক্রমে ৩৫ বলে ৩৯ ও ২০ বলে ৩০ রান করেছিলেন সৌম্য। লিটন ওপেন করে তেমন ভালো করতে পারেননি। নিষেধাজ্ঞার কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম।