Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশের সাবেক স্পিন কোচ ভারতের প্রধান নির্বাচক

ভারতের প্রধান নির্বাচক হলেন সাকিব-তাইজুলদের কোচ। ছবি: ফাইল ছবি

ভারতের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল যোশী। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটি (সিএএ) প্রধান নির্বাচক হিসেবে যোশীর নাম প্রস্তাব করেছে। সিএএ একই সঙ্গে নির্বাচক হিসেবে হারবিন্দর সিংয়ের নামও প্রস্তাব করেছে।

২০১৭ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত যোশী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের হয়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে খেলেছেন। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টেও ভারতীয় দলে ছিলেন তিনি। ব্যাট হাতে খেলেছিলেন ৯২ রানের একটা ইনিংস। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৪১, ওয়ানডেতে ৬৯। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৬০টি।

প্রধান নির্বাচক হিসেবে এমএসকে প্রসাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রধান নির্বাচক পদে সাবেক একজন ক্রিকেটারকে খুঁজছিল সিএএ। হারবিন্দর স্থলাভিষিক্ত হবেন গগন খোঁড়ার। জাতীয় নির্বাচকদের মধ্যে দেবাং গান্ধী, যতীন পরাঞ্জাপে আর সরন্দীপ সিংয়ের মেয়াদ এখনো শেষ হয়নি।

বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি সাবেক ক্রিকেটার মদন লাল, রুদ্র প্রতাপ সিং ও সুলক্ষণ নায়েককে নিয়ে গঠিত।