Thank you for trying Sticky AMP!!

বিপিএল জমিয়ে রাখল রংপুর

আজ রাতের ম্যাচে রংপুর হারিয়েছে সিলেটকে। দারুণ এক ইনিংস খেলেছেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। ছবি: বিসিবির সৌজন্যে

বঙ্গবন্ধু বিপিএলে বেশির ভাগ ম্যাচ হচ্ছে একপেশে। রোমাঞ্চকর ম্যাচ কম হলেও জমে উঠেছে পয়েন্ট তালিকার হিসাব। আজ স্বাগতিক সিলেটকে ৩৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকার হিসাবটা আরও জমিয়ে তুলেছে রংপুর রেঞ্জার্স।

আজকের জয়ে রংপুরের পয়েন্ট ১০ ম্যাচে ৮। পয়েন্ট তালিকায় এখনো রংপুর ছয়ে থাকলেও কাগজে-কলমে শেষ চারে ওঠার আশা তাদের টিকে আছে। এই মুহূর্তে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সমান ১২ পয়েন্ট নিয়ে আছে সেরা তিনে। চারে থাকা খুলনার পয়েন্ট ১০। পাঁচে থাকা কুমিল্লার পয়েন্ট ৮। টুর্নামেন্টে শুধু সিলেটের বিদায় নিশ্চিত। বাকি ছয়টি দলই আছে শেষ চারের প্রতিদ্বন্দ্বিতায়। আজ সিলেটের কাছে রংপুর হেরে গেলে অবশ্য পয়েন্ট তালিকা এতটা জমে উঠত না!

অবশেষে ঘুম ভেঙেছে রংপুর অধিনায়ক শেন ওয়াটসনের। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে প্রথম চার ইনিংস মিলিয়ে করলেন মাত্র ১৫ রান। আজ সিলেট থান্ডারের বোলিং আক্রমণ পেয়ে যেন জেগে উঠলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। সিলেটের ক্যারিবীয় অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডের মাথার ওপর দিয়ে ছয় ও চার মেরে বিপিএলের প্রথম ফিফটি পূর্ণ করেন, ব্যাট তুললেন রাজার মতো। এরপর সতীর্থ ক্যামেরন ডেলপোর্টের সঙ্গে ওয়াটসনের সে কী হাসিঠাট্টা! যেন মাঠে নামার আগেই রান করার বাজি ধরে নেমেছিলেন। ওয়াটসনের ইনিংসে ভর করেই রংপুর করে ১৯৯ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। তাসকিন আহমেদের বলে ফর্মে থাকা ওপেনার আন্দ্রে ফ্লেচার আউট হন দলীয় ২৭ রানে। আর ২৩ রান যোগ করতেই নেই আরেক ওপেনার আবদুল মজিদের উইকেট। রাদারফোর্ডের ৬০ রান সিলেটের স্কোর যা একটু ভদ্রস্থই করেছে, জয়ের প্রান্তে পৌঁছাতে সাহায্য করতে পারেনি। ১৯.১ ওভারে সিলেট অলআউট ১৬১ রানে।

এর আগে ওয়াটসন অবশ্য ইনিংসের শুরুতে ছিলেন কিছুটা মন্থর। মোহাম্মদ নাঈম শুরু থেকেই দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন। ওপেনিং জুটিতে ৭৭ রান পায় রংপুর। নবম ওভারে নাঈম আউট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে। ৩৩ বলে ৪২ রান করেন এই তরুণ বাঁহাতি।

তিনে নামা আরেক বাঁহাতি ডেলপোর্টের সঙ্গে আরেকটি বড় জুটি গড়েন ওয়াটসন। বড় স্কোরের ভিত সেখানেই পেয়ে যায় রংপুর। ইনিংসের ১৫তম ওভারে ইবাদত হোসেনের দারুণ বোলিংয়ে প্রথমে ওয়াটসন ও পরে ডেলপোর্ট আউট হলেও বড় রান পায় রংপুর। লুইস গ্রেগরি, মোহাম্মদ নবীর পর ফজলে রাব্বি দ্রুত রান করে রংপুরকে ১৯৯ রান এনে দেন। সিলেটের পেসার ক্রিসমার সান্টোকি আজকের দিনটাও ভুলে যেতে চাইবেন। ৪ ওভার বল করে কাল রান দিয়েছেন ৫৬, বিনিময়ে পেয়েছেন ১টি উইকেট।