Thank you for trying Sticky AMP!!

বিরিয়ানি খেয়ে লড়াই হয় না, সরফরাজদের তোপ দাগলেন ওয়াসিম

ওয়াসিম আকরাম। ছবি: এএফপি
>

পাকিস্তানের ক্রিকেটারদের খাদ্যাভ্যাসের সমালোচনা করলেন ওয়াসিম আকরাম

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ শুরু হতে দুই মাসের কম সময় বাকি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দলের খেলোয়াড়দের পারফরম্যান্সও পড়তির দিকে। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এ নিয়ে দুশ্চিন্তায়। ওয়াসিম আকরাম অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের সমালোচনা করছেন। সরফরাজ আহমেদদের খাদ্যাভ্যাসের সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।

খেলোয়াড়ি ক্যারিয়ারে ফিটনেস নিয়ে বেশ ভালোই সচেতন ছিলেন ওয়াসিম। ভালো পারফরম্যান্সের জন্য চাই ভালো ফিটনেস—এ তো ক্রিকেটের আপ্তবাক্য। আর ভালো ফিটনেসের জন্য চাই সুষম খাদ্যাভ্যাস। পাকিস্তান দলের ড্রেসিংরুমে খাবারের ব্যাপারে এই অভ্যাসটুকু অনুপস্থিত বলেই মনে করেন সর্বকালের অন্যতম সেরা এই পেসার। খাদ্যাভ্যাস ভালো না হলে চ্যাম্পিয়ন ক্রিকেটার হওয়া যায় না, আর তেমনটি হতে না পারলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়াই করে জেতা সম্ভব না বলেই মনে করেন ওয়াসিম।

৫২ বছর বয়সী সাবেক এই বাঁহাতি পেসারের বড় আপত্তির জায়গাটা বিরিয়ানি নিয়ে। পাকিস্তানের ড্রেসিংরুমে এখনো নাকি বিরিয়ানি খাওয়ানো হয়! টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘খেলোয়াড়দের এখনো বিরিয়ানি দেওয়া হয়। আপনি তাঁদের বিরিয়ানি খাইয়ে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়তে পারবেন না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের গুরুত্বপূর্ণ কজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে সবাইকে পাওয়ায় পাকিস্তানের সুযোগ আছে বলেই মনে করেন ওয়াসিম, ‘এই সংস্করণে আমরা ১৯৯২ বিশ্বকাপেও খেলেছি। সব দল একে-অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ সেরা চারটি দলই শেষ চারে উঠবে। আমি মনে করি, পাকিস্তানের সুযোগ আছে।’