Thank you for trying Sticky AMP!!

বিশ্বকাপের ব্যর্থতায় ইমরান খানের হস্তক্ষেপ চাচ্ছেন আকমল!

একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ পাকিস্তান দল। ছবি: রয়টার্স
>টানা হারে নাকাল পাকিস্তান দলকে নিয়ে নিয়ম করে সমালোচনা করছেন পাকিস্তানের মোটামুটি সব সাবেক ক্রিকেটার। তালিকাটি আজ আরও দীর্ঘ করলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। দলে জবাবদিহি আনতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের হস্তক্ষেপ কামনা করছেন কামরান

ভারতের সঙ্গে হারের পর পাকিস্তানের সাবেকদের কটু প্রতিক্রিয়ার মিছিল যেন থামছেই না। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লজ্জার হারের দগদগে ঘা যে পোড়াচ্ছে পুরো পাকিস্তানকে। ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে সাত দেখায় একবারও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। তবে এবারে হারের সঙ্গে যুক্ত হয়েছে মাঠে এবং মাঠের বাইরের কিছু দৃষ্টিকটু বিষয়। এ নিয়ে বর্তমান দলের ওপর ক্ষোভ ঝাড়লেন সাবেক উইকেটরক্ষক কামরান আকমল।

পাঁচ ম্যাচ থেকে মাত্র এক জয় পাওয়া পাকিস্তানের আপাতদৃষ্টিতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পয়েন্ট তালিকায় তাদের নিচে আছে শুধু আফগানিস্তান। এ অবস্থায় ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ন্ত্রণে এনে জবাবদিহি নিশ্চিত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপ কামনা করেছেন কামরান। ভারতের বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক সরফরাজের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের নিন্দা করেছেন কড়া ভাষায়, ‘রান তাড়া করে পাকিস্তান কোনো ম্যাচ জিততে পারেনি। আমাদের একমাত্র জয় এসেছে আগে ব্যাটিং করে ইংল্যান্ডের বিপক্ষে ৩০০+ রান করে। ভারতের বিপক্ষে আমাদের ব্যাটিংয়ের সব দুর্বলতা প্রকাশ পেয়েছে।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের হস্তক্ষেপ কামনা করে কামরান বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করছি, তিনি যেন সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিতকরণে কঠোর হন। যারা পাকিস্তান ক্রিকেটের অপূরণীয় ক্ষতিসাধন করছে, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যারা তাদের মেধা দিয়ে দলে জায়গা পাওয়ার দাবি রাখে।’

এদিকে বিশ্বকাপে দলের বাজে অবস্থার ফলে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডও টালমাটাল অবস্থার সম্মুখীন হয়েছে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মহসিন খান নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে বোর্ড সভাপতি এহসান মানির কাছে আবেদন করেছেন।

২৩ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।