Thank you for trying Sticky AMP!!

বিশ্বকাপে পরিবারের সঙ্গ পাবেন মাশরাফিরা

পরিবার নিয়ে মাঝেমধ্যে ঘুরতে বের হন মাশরাফি, চাইলে তিনি বিশ্বকাপের সময়ও রাখতে পারবেন পরিবারকে। ছবি: ফেসবুক
>মাশরাফি–সাকিবরা চাইলে এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে পরিবার সঙ্গে নিতে পারবেন। ক্রিকেটাররা পরিবার রাখবেন, এতে বিসিবির কোনো আপত্তি নেই

সফরটা এবার অনেক লম্বা। ২০০৭ বিশ্বকাপের পর মাশরাফি–সাকিব–তামিমরা কখনো এত লম্বা সময় বিদেশে টুর্নামেন্ট খেলতে যাননি। ১ মে ঢাকা থেকে আয়ারল্যান্ড যাত্রা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলে ১৮ মে থেকে ইংল্যান্ড বিশ্বকাপে। বাংলাদেশ দল যদি ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে না–ও ওঠে, তবু ৬ জুলাইয়ের আগে দেশে ফেরার বিমানে ওঠা সম্ভব নয়। সব মিলিয়ে সফর হবে দুই মাসের বেশি। ক্রিকেটারদের যেন গৃহকাতরতা পেয়ে না বসে, বিসিবি তাঁদের অনুমতি দিচ্ছে পরিবার সঙ্গে নিতে।

লম্বা সময়ে পরিবার-পরিজন ছাড়া থাকার বিষয় তো আছেই; এবার আবার টুর্নামেন্টের মধ্যে পড়ে যাচ্ছে ঈদুল ফিতর। এমন উৎসবে পরিবার থেকে দূরে থাকা সব সময়ই কষ্টের। ক্রিকেটাররা যদি মনে করেন সফরে তাঁরা পরিবার রাখবেন, তাতে আপত্তি নেই বোর্ডের। আজ বিসিবির ক্রিকেট পরিচালনাপ্রধান আকরাম খান বললেন, ‘খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি সব সময়ই আছে, যদিও আমাদের সময় এটা ছিল না। টিম ম্যানেজমেন্ট তখন অনেক বেশি সিরিয়াস ছিল। গত বিশ্বকাপেও আমরা খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। এতে কোনো সমস্যা নেই।’

সিরিজ–টুর্নামেন্ট চলার সময় সাকিবের সঙ্গে সাধারণত পরিবার থাকে। ছবি: প্রথম আলো

আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ মিলে সফরটা অনেক লম্বা বলে দুই সফরের মাঝে দু-চার দিনের জন্য দেশে আসার একটা দাবি ছিল ক্রিকেটারদের। বিসিবি সেটিও মেনে নিচ্ছে। আকরাম বললেন, ‘চার দিনের মধ্যে যাওয়া-আসা করাটা একটা সমস্যা। তবে কোনো খেলোয়াড় যদি মাঝে দেশে আসতে চায়, আমরা হয়তো “না” করব না।’