Thank you for trying Sticky AMP!!

বিশ্ব একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেলর

বিশ্ব একাদশে সুযোগ পেয়ে গর্বিত ব্রেন্ডন টেলর। ছবি: শামসুল হক
>বিশ্ব একাদশের হয়ে এশিয়া একাদশের বিপক্ষে খেলবেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন টেলর

‘বঙ্গবন্ধু’ নামটা ব্রেন্ডন টেলরের কাছে খুবই পরিচিত। তিনি জানেন বাংলাদেশের মানুষের ‘বঙ্গবন্ধু’ কে। বাংলাদেশের জন্য সে মানুষটির অবদানও খুব ভালো করেই জানেন জিম্বাবুয়ের এ তারকা ক্রিকেটার। তিনি গর্ববোধ করবেন এ মহান নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশে সুযোগ পেলে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশে টেলরের সুযোগ পাওয়াটা মোটামুটি নিশ্চিত। কথাটা শুনে বেশ রোমাঞ্চ কাজ করছে তাঁর মধ্যে। আজ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের দলের অনুশীলনের ফাঁকে প্রথম আলোকে তিনি বলেছেন, ‘সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। বাংলাদেশের এত বড় উদ্‌যাপনে আমাকে আমন্ত্রণ জানানো এবং এর অংশ হতে পেরে আমি গর্বিত। বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটাররা এখানে খেলবে তার সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই সম্মানিতবোধ করছি। নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করছি।’

ক্যারিয়ারের শুরুতে বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে টেলরের। তাঁর কাছে সবচেয়ে ভালো লাগছে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, তাতে এ মহান নেতাকে সম্মান জানাতে পেরে, ‘যারা এই ম্যাচ খেলবে, সবার জন্যই বিশাল ব্যাপার হবে। বাংলাদেশের জন্য তাঁর অবদানকে সম্মান জানানোর ছোট্ট চেষ্টা করতে পারছি আমরা। ঠিক কাজটাই করছি।’