Thank you for trying Sticky AMP!!

বিসিবি সভাপতি নাজমুল হাসান

বিসিবি সভাপতির ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধে আইনি ব্যবস্থা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পরই শুরু। বিসিবি প্রধান নাজমুল হাসানের নামে একের পর এক ভুয়া আইডি খোলা হচ্ছে।

এসব আইডি থেকে ট্রলের ঝড় বয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি বিসিবিরও চোখ এড়ায়নি।

এর মধ্যে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এ রকম বেশ কিছু আইডি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে আজ তিনি বলেছেন, ‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দু-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিসিবি সভাপতি নাজমুল হাসানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

নিজাম উদ্দিন চৌধুরী এ–ও জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

অথচ আইপিএল খেলতে সাকিব আল হাসানের ছুটি নেওয়া, নাসির হোসেনের বিয়েসহ সাম্প্রতিক কিছু ঘটনায় তাঁর নামে খোলা ভুয়া আইডি থেকে নানা রকম স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়।