Thank you for trying Sticky AMP!!

ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল। ছবি: প্রথম আলো

এখন তাঁর খেলার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। অথচ মোশাররফ হোসনকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। দুদিন আগে জানতে পেরেছেন দুঃসংবাদটি—ব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এ বাঁ–হাতি স্পিনার।

বেশ কদিন ধরে মাথায় নানা সমস্যা অনুভব করছিলেন মোশাররফ। দুদিন আগে রাজধানীর এক হাসাপাতালে এমআরআই করে জানতে পেলেন, মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে মোশাররফের। এই সংবাদে তিনি তো বটেই, তাঁর পুরো পরিবার ভেঙে পড়েছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করে ফেলতে। মোশাররফ চাইছেন অস্ত্রোপচারটা তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে করাতে। এরই মধ্যে ভিসার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। ভিসা পেলেই সিঙ্গাপুর রওনা দেবেন মোশাররফ।

এ দুঃসংবাদের মধ্যে ইতিবাচক খবর হচ্ছে, মোশাররফের ব্রেন টিউমারটা আছে প্রাথমিক পর্যায়ে। তাঁর আশা, সফল অস্ত্রোপচার হলে সুস্থ হয়ে উঠবেন দ্রুতই, ‘অস্ত্রোপচার করতে হবে। দেরি করা যাবে না। দেশের বাইরে করাতে চাই। ভিসাপ্রক্রিয়া শুরু করে দিয়েছি। দুই-তিন লাগবে। ভিসা হলেই চলে যাব। এটা প্রাথমিক পর্যায়ে আছে, এটি একটু আত্মবিশ্বাস জোগাচ্ছে। খবরটা শুনে পরিবারের সবাই ধাক্কা খেয়েছিল। এখন একটু সাহস পাচ্ছে।’

মোশাররফকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন তাঁর সতীর্থরাও। যেন ভেঙে না পড়েন, সাকিব আল হাসান থেকে শুরু করে জাতীয় দল কিংবা জাতীয় দলের বাইরের সতীর্থরা নানাভাবে তাঁকে সাহস দিচ্ছেন। যেহেতু জটিল অস্ত্রোপচার, বড় অঙ্কের টাকাও লাগবে। মোশাররফ অবশ্য এখনই বলতে পারছেন না ঠিক কত টাকা ব্যয় হতে পারে এই অস্ত্রোপচারে, ‘৩০-৪০ লাখ টাকার মতো হয়তো লাগবে। এর কম-বেশি হতে পারে। আবার যেতে হবে ৩ মাস পরে। বায়োপসি যদি খারাপ আসে তখন খরচ বেড়ে যাবে।’

কাল বিসিবিকে অসুস্থতার কথা জানাবেন মোশাররফ। যদিও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ মোশাররফকে ফোন দিয়েছিলেন দুশ্চিন্তা না করতে। সবার ভালোবাসা আর সমর্থন পেয়ে একটু যেন আবেগাপ্লুতই হয়ে পড়ছেন ৩৭ বছর বয়সী বাঁ–হাতি স্পিনার, ‘বিসিবিকে এখনো জানাইনি। আমি নিজেই জানতে পেরেছি পরশু। কাল বিসিবিতে যাব। সবাই বলছে, চিন্তা না করতে। আমাকে যেভাবে মানসিকভাবে সমর্থন জোগাচ্ছে, এটা আত্মবিশ্বাসী করছে। সবার ভালোবাসা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়ছি।’