Thank you for trying Sticky AMP!!

ভারতীয়দের 'ব্যস্ত' রাখতে শচীন-সৌরভদের আহ্বান মোদির

সৌরভ-শচীনসহ ৪৯ ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কল। ছবি: ফাইল ছবি
>

করোনাভাইরাসের সময়ে ভারতীয় জনগণকে ব্যস্ত রাখে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উদ্যোগ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের শীর্ষ ক্রীড়া ব্যক্তিদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী ও ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ ভারতের মোট ৪৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন মোদির ভিডিও কলে। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী কিরান রিজিজু।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার থামাতে ভারতীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে শচীন-কোহলিদের এগিয়ে আসতে বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সৌরভকে এই ব্যাপারে জিজ্ঞেস করা বলে তিনি পিটিআইকে বলেছেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে অংশ নেব। কিন্তু কী বিষয়ে আলোচনা হবে সেটা বলতে পারব না।’

তবে ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ‘জনগণ যেন লকডাউন মেনে চলে, এই বার্তা যেন সবাই জনগণের কাছে পৌঁছে দেয়। এই জন্যই সবাইকে ডাকা। প্রধানমন্ত্রী সবাইকে ভিডিও পোস্ট করতে বলবেন, যেন মানুষেরা লকডাউনের সময় নিজেদের ব্যস্ত রাখতে পারে।’

মোদির ভিডিও কলে ক্রিকেটারই বেশি ছিল। শচীন, সৌরভ, কোহলি ছাড়াও এমএস ধোনি, রোহিত শর্মা, সাবেক পেসার জহির খান, যুবরাজ সিং ও হালের কেএল রাহুল ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সে।