Thank you for trying Sticky AMP!!

ভারতের পর পাকিস্তানের ঘরের মাঠেও জিতল অস্ট্রেলিয়া

এ দুজনের কাছেই হারল পাকিস্তান। ছবি: এএফপি

২৮০ রান তাড়া করতে নেমে মাত্র ৬ বল বাকি থাকতে জয়। শুনলে বেশ টান টান উত্তেজনাময় পরিস্থিতির কথা মাথায় আসে। কিন্তু বাস্তবতা হলো সংযুক্ত আরব আমিরাতে গিয়েও অস্ট্রেলিয়া তাদের ফর্ম ধরে রেখেছে। পাকিস্তানের ‘ঘরের মাঠে’ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ই পেয়েছে অজিরা। অ্যারন ফিঞ্চের দারুণ এক সেঞ্চুরিতে ৮ উইকেটের অনায়াস জয়ে সিরিজ শুরু হলো অস্ট্রেলিয়ার।

হ্যারিস সোহেলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে (১০১*) টসজয়ী পাকিস্তান তুলেছিল ২৮০ রান। আরব আমিরাতের মাঠে পাকিস্তানের জয়ের জন্য এ স্কোর যথেষ্ট মনে হয়েছিল। তাড়া করতে নেমে ফর্মে থাকা উসমান খাজার দ্রুত ফিরে যাওয়ার পর তো অস্ট্রেলিয়া বিপাকেই পড়েছিল। কিন্তু ৬৩ রান প্রথম উইকেট হারানোর সে ধাক্কা অনায়াসে কাটিয়ে উঠেছে সফরকারীরা। গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় বিশ্বকাপ দলের একাদশে ফিঞ্চের মতোই অনিশ্চিত হয়ে পড়েছেন শন মার্শ। আরব আমিরাতের বিরুদ্ধ পরিবেশে এ কারণেই হয়তো দুজনই চোয়ালবদ্ধ লড়াইয়ে নামলেন। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭২ রান এনে দিয়েছেন এ দুজন। ৪৩তম ওভারে ফিঞ্চকে ফিরিয়ে একটু উত্তেজনার জন্ম দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস। এর আগেই ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি পেয়ে গেছেন ফিঞ্চ।

ফিঞ্চ আউট হওয়ার পর ৪৫ বলে ৪৬ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেটা ৬ বল বাকি থাকতেই তুলে নিয়েছেন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্ব অপরাজিত ছিলেন ৩০ রানে, ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি মার্শ।