Thank you for trying Sticky AMP!!

ভারতের সঙ্গে এ কেমন খেলা অস্ট্রেলিয়ার বৃষ্টির?

ভারতীয় বোলারদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বৃষ্টি। ছবি: এএফপি

অস্ট্রেলিয়া সফরে ভারতের মূল প্রতিপক্ষ ভাবা হয়েছিল কন্ডিশন ও পেসারদের। কন্ডিশনের কথা যখন বলা হচ্ছিল তখন, উইকেটের কথাই বলা হয়েছিল। কিন্তু ভারতের জন্য প্রবল প্রতিপক্ষ এরা কেউই হতে পারেনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে আকাশ। যখনই ভারত ম্যাচে সুবিধাজনক অবস্থায় চলে যাচ্ছে, তখনই নামছে বৃষ্টি। সে বৃষ্টিতেই ধুয়ে গেছে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বপ্ন। বৃষ্টিবাধায় সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে আজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ফরম্যাটে ফেবারিট ভাবা হচ্ছিল, সেই টি-টোয়েন্টি সিরিজই এখন হারার মুখে ভারত।

প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে ১৭ ওভারের ম্যাচ হয়েছিল। বৃষ্টি আইনের কারণে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান করেও হেরেছিল ভারত। আজও বৃষ্টির থাবায় অস্ট্রেলীয় ইনিংস শেষ হতে পারেনি। বৃষ্টি আইন তাই আবারও হাজির হলো। দুই দুইবার পরিবর্তিত লক্ষ্যও পেল ভারত। কিন্তু দুটো লক্ষ্যই ভারতের নাগালে থাকতে দেখেই হয়তো বৃষ্টি এসে হাজির হলো প্রতিবার। তারপর সব উত্তেজনাকে ধুয়েমুছে ম্যাচটাকে পণ্ড করে চলে গেল বৃষ্টি!

ম্যাচ জয়ের জন্য সম্ভাব্য যা কিছু করা সম্ভব সবই করেছিল ভারতের বোলাররা। শুরু থেকেই চাপে থাকা অস্ট্রেলিয়া একের পর এক উইকেট হারিয়েছে। একপর্যায়ে তো এক শ ছাড়ানো নিয়েই সন্দেহ জেগেছিল। ১৪তম ওভারের শুরুতে যখন ষষ্ঠ উইকেট হারাল স্বাগতিক দল, স্কোরবোর্ডে তখন টেনেটুনে ৭৪ রান জমেছে। সেটাকে ১০০ পার করিয়ে কোল্টার-নাইল বিদায় নেওয়ার পরই অস্ট্রেলীয় ইনিংসে একটু প্রাণ এসেছে! বেন ম্যাকডারমট ও অ্যান্ড্রু টাই অষ্টম উইকেট জুটিতে ১৮ বলে এনে দিয়েছেন ৩১ রান। ১৯ ওভারে ১৩২ রান তোলে অস্ট্রেলিয়া।

এরপরই বৃষ্টি নেমেছে, আর ভারতের জয়ের আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। এক দফা বৃষ্টি থামায় ১১ ওভারে ৯০ রানের লক্ষ্য পায় ভারত। সে লক্ষ্য নিয়ে নামার জন্য যখনই প্যাড পরার কথা ভাবছিলেন রোহিত ও ধাওয়ান, তখনই আবার বৃষ্টি নেমেছে। আবারও বৃষ্টি বিরতি নেয়, ভারতের আশাও ফিরে আসে। পরিবর্তিত লক্ষ্য ৫ ওভারে ৪৬ রান। ভারতের ব্যাটিং লাইনআপের সামনে সব উইকেট হাতে নিয়ে এমন লক্ষ্য সহজ জয়ের কথাই বলছিল। সবাই যখন প্রস্তুত ৫ ওভারের জমজমাট এক লড়াই দেখতে, তখনই রস ভঙ্গ হলো। আবারও স্বাগতিক দলের সহায় হয়ে আকাশ ভেঙে নামল বৃষ্টি।

আগামী রোববার তাই সিরিজে সমতা আনার আশা নিয়েই নামতে পারবে ভারত। প্রথম ম্যাচ জিতেই এখন সিরিজ জয়ের সব সম্ভাবনার আশা অস্ট্রেলিয়ার, অন্তত বৃষ্টি যদি এভাবে সহযোগিতা ধরে রাখে!