Thank you for trying Sticky AMP!!

ভারতে হারল বিসিবি একাদশও

ফাইনালে উঠতে ব্যর্থ মুমিনুল হকের বিসিবি একাদশ। ফাইল ছবি
>ভারতের ডক্টর কে তিম্মাপিয়াহ মেমোরিয়াল টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি মুমিনুল হকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।

শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এই হারে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছে তামিম ইকবালের দল। অন্যদিকে আজ ভারতেও চার দিনের ম্যাচে হেরেছে বিসিবি একাদশ। ভারতের ডক্টর কে তিম্মাপিয়াহ মেমোরিয়াল টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি মুমিনুল হকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।

আজ সেমিফাইনালের চতুর্থ দিনে বিসিবির দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ছত্তিশগড় স্টেট ক্রিকেট সংঘ। লক্ষ্যটা পেরোতে ৫৩.৫ ওভার খেলতে হয়েছে ছত্তিশগড়কে। ছত্তিশগড়ের উদ্বোধনী জুটি তুলে ফেলে ৯৬ রান। তবে ৩ রানের মধ্য দুই ওপেনারকে ফিরিয়ে কিছুটা আশা জাগিয়েছিল মুমিনুল হকের দল। মুমিনুল হক, নাজমুল হোসেন ও ইবাদত হোসেন ভাগাভাগি করেছেন ছত্তিশগড়ের উইকেট ৩টি।

সেমিফাইনালে ছত্তিশগড় স্টেট ক্রিকেট সংঘকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছিল বিসিবি একাদশ। কাল ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যায়। সাতে নেমে সর্বোচ্চ ৬৩ রান করেছিলেন আরিফুল হক। ৪৮ রানে প্রথম ৫ উইকেট হারানো বিসিবির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের। নুরুল-আরিফুল ষষ্ঠ উইকেটে ৫৬ রান যোগ করেন।

এর আগে ৪ উইকেটে ২১০ রান নিয়ে দিন শুরু করা ছত্তিশগড় প্রথম ইনিংসে অলআউট ২৫৭ রানে। চোটের কারণে ব্যাট করেননি দলটির এক ব্যাটসম্যান। বিসিবি একাদশের সাইফ হাসান, আরিফুল হক ও নাজমুল হোসেন (শান্ত) পেয়েছেন ২টি করে উইকেট।।