Thank you for trying Sticky AMP!!

ভেঙে গেল বিশ্বকাপ সেরার ট্রফি

এ ট্রফিটা ধরে রাখা হলো না জয়সোয়ালের। ছবি: আইসিসি

অবিশ্বাস্য এক টুর্নামেন্ট কাটিয়েছেন যশস্বী জয়সোয়াল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় ওপেনারকে পঞ্চাশের নিচে আউটই করা যায়নি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা জয়সোয়াল সবচেয়ে বেশি গড়ে রান তুলেছেন। ৪০০ রান করা জয়সোয়াল ফাইনালে বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন ৮৮ রানের দারুণ এক ইনিংস। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্টের সেরা হিসেবে তাঁকে বেছে নিতে কোনো সমস্যা হয়নি কারও।

মাখায়া এনটিনির কাছ থেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি বুঝে নিয়েছিলেন জয়সোয়াল। এমন এক অর্জন সারা জীবন আগলে রাখেন যেকোনো ক্রিকেটার। আর জয়সোয়াল কিনা পুরস্কার বুঝে পাওয়ার এক সপ্তাহ পেরোনোর আগেই সেটি ভেঙে ফেলেছেন!

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছে ভারত দল। এরপরই জানা গেল জয়সোয়ালের ট্রফির অবস্থা। দেখা গেছে দুই টুকরো হয়ে পড়ে আছে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার স্বীকৃতি। মজার ব্যাপার, জয়সোয়ালের এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। এমনকি ট্রফিটা কীভাবে ভাঙল সেটাও নাকি জানেন না এই ব্যাটসম্যান। জয়সোয়ালের ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যাঁর, সেই কোচ জাওলা সিংয়ের দাবি, এমনিতেও এসব নিয়ে কোনো আগ্রহ নেই আইপিএলের নিলামে ২ কোটি ৪০ লাখ রূপিতে দল পাওয়া ওপেনার। ইন্ডিয়ান এক্সপ্রেসকে জাওলা বলেছেন, ‘এবারই প্রথম নয়! সে ট্রফি নিয়ে খুব একটা ভাবে না, সে রান নিয়েই বেশি ভাবে।’

জয়সোয়াল অবশ্য ব্যাটিংয়ের বাইরে কোনো কিছু নিয়েই ভাবতে রাজি নন। বাংলাদেশের বিপক্ষে ফাইনালের হারটাও তাই অনায়াসেই মেনে নিয়েছেন জয়সোয়াল, ‘আমি একটা বাজে শট খেলেছি, ওই সময়ে দরকার ছিল না। আমি যতটা আশা করেছিলাম, তার চেয়ে দ্রুত ছিল বলটা। আগের বলটা এর চেয়ে অনেক ধীর ছিল। ফাইনাল আমাদের পক্ষে যায়নি। অবশ্য আমার জন্য কিছুই বদলায়নি। আমরা জিতলে খুব ভালো হতো। কিন্তু না হওয়াতে সবকিছু শেষও হয়ে যায়নি।’