Thank you for trying Sticky AMP!!

মাশরাফিকে কী শেখালেন গিবসন

বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
>জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো নতুন বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজ করলেন মাশরাফি বিন মুর্তজা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট। পাশেই ইনডোর মাঠে, সেখানে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা। সঙ্গে ছিলেন নতুন বোলিং কোচ ওটিস গিবসন। ক্যারিবিয়ান কোচের সঙ্গে এটিই ছিল মাশরাফির প্রথম নেট সেশন।

টেস্টের মধ্যাহ্ন বিরতি শেষ। মূল মাঠে তখন খেলছিলেন তামিম ইকবাল ও নাজমুল হাসান। টেস্ট দলে থাকা অফ স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলাম এই ফাঁকে ব্যাটিং অনুশীলনটা করে নিচ্ছিলেন। বোলিং কোচ গিবসনের সঙ্গে তখন ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তাইজুলকে ডক স্টিক দিয়ে রায়ান কুক থ্রো ডাউন করাচ্ছিলেন। পাশের নেটেই নাঈমকে বল করছিলেন মাশরাফি ও তাসকিন আহমেদ। আম্পায়ারের অবস্থান থেকে দুজনের বোলিং দেখছিলেন বোলিং কোচ গিবসন।

তাসকিন টানা ৭ ওভার বল করে থেমে গেলেও বোলিং করে যান মাশরাফি। নতুন বলে সুইং নিয়ে কাজ করেছেন কোচের সঙ্গে। বোলিংয়ের ফাঁকে ফাঁকে কোচের সঙ্গে আলাপ করছিলেন মাশরাফি। মাশরাফির বোলিংয়ে বেশ সন্তুষ্ট মনে হলো গিবসনকে। অনুশীলন শেষে প্রথম আলোকে গিবসন বলছিলেন, ‘দেখে মনে হলো ভালোই বোলিং করেছে। এখনও ওর মধ্যে দেওয়ার মতো যথেষ্ট আছে।’