Thank you for trying Sticky AMP!!

মোস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার: মুশফিক

আজ শুরুটা ভালোই হয়েছে মোস্তাফিজের। ছবি: প্রথম আলো
>বিপিএলে তেমন একটা ভালো সময় কাটছে না মোস্তাফিজুর রহমানের। কিন্তু দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন বোলার বললেন জাতীয় দল সতীর্থ মুশফিকুর রহিম

বিপিএল এবার কেমন কাটছে মোস্তাফিজুর রহমানের? এ প্রতিবেদন লেখার সময় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার লেন্ডল সিমন্সকে ইনিংসের চতুর্থ বলেই বোল্ড আউট করেন মোস্তাফিজ। কিন্তু কোনো উদ্‌যাপন ছিল না। শুকনো মুখে হাত মিলিয়েছেন সতীর্থদের সঙ্গে। দুই ওভারে মাত্র ৬ রান দেওয়া স্পেলের পর এমন মোস্তাফিজকে অন্তত বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমী দেখতে চান না।

মোস্তাফিজ তাঁর সেরা ফর্ম হারিয়েছেন বেশ আগেই। বিপিএলের আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ভালো করতে পারেননি। তিন ম্যাচ খেলে কোনো উইকেট পাননি। এবার বিপিএলও খুব একটা ভালো কাটছে না চার বছর আগে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটানো বাঁ হাতি পেসারের। আজ রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটি সহ মোট ৫ ম্যাচ খেলে এ পর্যন্ত নিয়েছেন ৫ উইকেট। ওভারপ্রতি রান দেওয়ার হার ৮-এর ওপরে।

সিলেট থান্ডারের কাছে হারের পর আজ প্রসঙ্গক্রমে মোস্তাফিজের কথা তুললেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তার আগে বলছিলেন, এমন না যে একটা বিপিএল ভালো করায় আগের চার-পাঁচটি বিপিএলে ভালো করা কাউকে আপনি সরিয়ে দিলেন। এরপর উদাহরণ দিতে মোস্তাফিজের প্রসঙ্গ টানলেন মুশফিক, ‘মোস্তাফিজ তার সেরা ফর্মে এখন নেই। এটা কিছুই না। সে এখনো আমার কাছে চ্যাম্পিয়ন বোলার। হয়তো আমি অধিনায়ক না কিন্তু যদি আমাকে বলেন, বাংলাদেশের এক ওভারে ৪ রান লাগে (আসলে ঠেকানো) আমি ওকেই বল দেব সবার আগে, ও ফর্মে থাক আর না থাক।’

জাতীয় দল সতীর্থের পাশে দাঁড়িয়ে মুশফিক আরও বললেন, ‘এটা আমার কাছে অনেক বড় এক গর্ব যে (মোস্তাফিজ) এ রকম একটা প্রতিভা, কিন্তু সবাই এমনভাবে বলছে যে, ও কোথায় না কোথায় চলে গেছে। আমার অনুরোধ থাকবে কারও সঙ্গে তুলনা করবেন না।’

উঠতি পেসারদের নিয়েও কথা বললেন মুশফিক, ‘এটা খুব ভালো দিক। অনেক তরুণ পেসার উঠে আসছে। কারণ পেস বোলারদের ইনজুরি সবচেয়ে বেশি হয়। তাদের যদি ব্যাক আপ হিসেবে তৈরি করতে পারি তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ভালো দিক হবে। আমার মনে হয় এ সময়টুকু তরুণদের দেন এবং যারা এত বছর ধরে করে আসছে তাঁদের সে সম্মানটুকু দেন।’