Thank you for trying Sticky AMP!!

যা করেছেন ঠিক করেছেন ওয়ার্নার

ডান হাতি ওয়ার্নার তিন বলে ১৪ রান তুলে ঝড় তুলেছেন বেশ। ফাইল ছবি

বাঁহাতি থেকে ডানহাতি বনে কি আলোড়নটাই না ঘটিয়ে ফেললেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯তম ওভারে ওয়ার্নারের স্ট্যান্স বদল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক যেন থামছেই না। তবে ওয়ার্নারের সমালোচনা যারা করছিলেন, তাদের এবার থামতে হচ্ছে। কারণ এমসিসি নিশ্চিত করেছে, ওয়ার্নার যা করেছে তা নিয়ম বহির্ভূত কোনো বিষয় নয়।

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির মতে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওয়ার্নারের ডানহাতে ব্যাটিং করার ঘটনাটির ফুটেজ দেখেছে এমসিসি এবং আমরা মনে করি এটি ক্রিকেটের আইনের ভেতরেই পড়ে। ক্রিকেটের নিয়ম এটা বলে না যে একজন ব্যাটসম্যান শুধু এক ভাবেই ব্যাটিং করতে পারবে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে ওয়ার্নার যখন ডানহাতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তখন সে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। সে অনুযায়ী ক্রিস গেইল ফিল্ডিং পরিবর্তন করেছে। অর্থাৎ সবাই পরিষ্কার জানত কী হচ্ছে।’

সেই ম্যাচে হেরে যায় রংপুর রাইডার্স। তবে ওয়ার্নারের এমন স্ট্যান্স বদলকে ইতিবাচকভাবে দেখছেন রংপুরের কোচ টম মুডি। তিনি ওয়ার্নারের এমন কৌশল পরিবর্তনে মোটেই অবাক হননি। ওয়ার্নারের সঙ্গে এর আগেও কাজ করার সুবাদে তিনি তাকে বেশ কয়েকবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন। মুডি বলেন, ‘আমি তাকে ডানহাতে ব্যাটিং করতে দেখে মোটেও অবাক হইনি কারণ গত কয়েক বছরে তাকে এমন রূপে কয়েকবার দেখেছি এবং সে সফলও হয়েছে। তবে অন্যদের এটাই পরামর্শ দেব যদি এমন কোনো পরিকল্পনা কাউকে উৎসাহিত করে তবে অনেক, অনেক পরিশ্রম করতে হবে। কারণ কাজটা এত সহজ নয়।’

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা যখন সার্টিফিকেট দিয়ে দেয়, ব্যাটসম্যানদের আর পায় কে। ওয়ার্নারের কাছ থেকে উৎসাহ পেয়ে ব্যাটসম্যানরা এখন দ্বিগুণ অনুশীলন করতে শুরু করে দিতে পারেন। হ্যাঁ, দুই হাতে সমান অনুশীলন করতে হবে না!