Thank you for trying Sticky AMP!!

যে ম্যাচে টস কোনো বিষয়ই না!

টস জিতেও বিশ্বকাপে লাভ হয়নি পাকিস্তানের। ছবি: টুইটার
বিশ্বকাপের ছয়বারের মুখোমুখিতে এখন পর্যন্ত পাঁচবারই টসে হেরেছে পাকিস্তান। ২০০৩ বিশ্বকাপে টস জিতলেও হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে তাই এখন পর্যন্ত টস কোনো বিষয়ই নয়!

ইংল্যান্ড বিশ্বকাপে টস জেতা বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে আজ ওল্ডট্রাফোর্ডে ভারতের বিপক্ষে টস জিতেও সরফরাজরা কোনো বাড়তি সুবিধা বের করে নিতে পারবেন কি না, তাও জোর গলায় বলা যাচ্ছে না। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে এখন পর্যন্ত টস কোনো বড় বিষয় হয়ে উঠতে পারেনি। ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে এই দুই দলের দ্বৈরথের ইতিহাস। এর মধ্যে কেবল ২০০৩ সালেই টস জিতেছিল পাকিস্তান। সেই টস কোনো কাজে আসেনি। সুতরাং বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস জেতা বা হারা কোনো বিষয়ই নয়। এ ম্যাচে ভারত সব সময়ই ফেবারিট।

যখন দুই দলের শক্তিমত্তা সমান ছিল, ভারতকে তখনই হারাতে পারেনি পাকিস্তান। পাকিস্তান জিততে পারেনি, শক্তিতে ভারতের চেয়ে এগিয়ে থেকেও। এখন ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে যোজন ব্যবধানে। এবারের বিশ্বকাপে তাই ভারতকে হারানোটা পাকিস্তানের জন্য বিরাট চ্যালেঞ্জই।
১৯৯২ সালে সিডনিতে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের খেলায় মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে টস জিতেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। এরপর ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে কোয়ার্টার ফাইনাল, ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে সুপার সিক্স ম্যাচ, ২০০৩ সালে সেঞ্চুরিয়ানে গ্রুপ পর্বের লড়াই, ২০১১ সালে মোহালির সেমিফাইনাল—ভারত জিতেছে সব ম্যাচই। ২০০৩ সালে সেঞ্চুরিয়নে কেবল টস জিতেছিলেন পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিস। কিন্তু সে ম্যাচে শেষ অবধি হাসতে পারেননি ওয়াকার। ইতিহাস যা বলছে, তাতে আজ সরফরাজ টস নিয়ে খুব একটা উৎসাহ না-ও দেখাতে পারেন।

এবারের বিশ্বকাপে টস জিতে ম্যাচ জেতার হারই বেশি। তবে ব্যতিক্রম পাকিস্তান। ইংলিশ কন্ডিশনে টস জিতেও ভাগ্য ফেরেনি সরফরাজদের। বরং ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে এবার ম্যাচ জিতেছে পাকিস্তান। তাই টস নিয়ে পাকিস্তান অধিনায়ক সরফরাজ যে খুব একটা ভাববেন না, এটা বললে খুব ভুল হয় না।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ জেতার ধরনটা অনেকটা একই রকম। প্রতিবারই আগে ব্যাটিং করেছে ভারত। তবে এবার এতে পরিবর্তন এলেও আসতে পারে। ওল্ডট্রাফোর্ডে এখন পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করে ম্যাচ জেতার রেকর্ড রয়েছে ১৮টি। অন্যদিকে, রান তাড়া করে জয়ের রেকর্ড ২৭টি! ২০১৮ সালের পর থেকে কোহলিদেরও রান তাড়া করেই জয়ের রেকর্ডই বেশি। ২২ ম্যাচের মধ্যে ১৬টি ম্যাচেই পরে ব্যাটিং করে জিতেছে ভারত।